Wednesday , June 7 2023
This pack is perfect for getting beautiful and glowing skin
Image: google

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে এই প্যাক

শীতের রুক্ষতা- শুষ্কতা থেকে বাঁচতে আমরা কতকিছুই না করে থাকি। তারপরও শীতে ত্বককে রক্ষা করা খুবই কঠিন। এই সময় ত্বক শুষ্ক হয়ে দেখা দিতে পারে নানা সমস্যা। এর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ত্বক ময়েশ্চারাইজ রাখা। যা খুব একটা সহজ কাজ নয়। তবে এক্ষেত্রে

চন্দন, নারকেল তেল ও আমন্ড তেলের ফেস প্যাক ব্যবহার করতে পারেন। এতে করে ত্বকের ময়েশ্চার ঠিক রেখে উজ্জ্বল করতে সহায়তা করে। চলুন জেনে নেয়া যাক কীভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে- যেভাবে ব্যবহার করবেন- চন্দন, নারকেল তেল ও আমন্ড তেল: এক চা

চামচ চন্দন গুঁড়া, ১/৪ চা চামচ নারকেল তেল, ১/৪ চা চামচ আমন্ড তেল ও সামান্য গোলাপ জল মিশেয়ে প্যাক তৈরি করে নিন। এরপর গলায়-মুখে প্যাকটি লাগিয়ে রাখুন ২০ মিনিট। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের অতিরিক্ত শুষ্কতা দূর করে ময়েশ্চার ফিরিয়ে আনে এই প্যাক।

Check Also

ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে করণীয়

ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে করণীয়

১৬-১৭ বছর বয়সে অনেকের মুখে ব্রণ দেখা দেয়। তারপরে সেটা কালো দাগ হয়ে যায়। এই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *