SBI এর সর্তক বার্তা: যে কাজটি করলে আপনার একাউন্ট থেকে টাকা উধাও হবে – বহু মানুষ এখন অনলাইন ব্যাঙ্কিং পরিষেবাকে বেছে নিয়েছেন। এই মুহূর্তে সোশ্যাল ডিসটেন্স মেনে সবকিছু বিলের পেমেন্ট অনলাইন মেটানো সহজ বলে মনে করছেন। কিন্তু ঠিক এমন





পরিস্থিতিতে বেশি মাত্রায় ঘটে চলেছে ব্যাংকিং প্রতারণা। এতদিন ব্যাঙ্ক কর্মী পরিচয়ে ফোন করে চলত টাকা হাতানোর কাজ। ক্রমশ প্রচারের ফলে সেই ক্ষেত্রে কিছুটা সর্তকতা অবলম্বন করলেও নয়া পথের মাধ্যমে প্রতারকরা জালিয়াতি শুরু করেছে। সম্প্রতি স্টেট ব্যাংকের তরফে





একটি টুইট করে জানানো হয় যে স্টেট ব্যাংকের নাম করে অসাধু ব্যক্তিরা ফেক ইমেল পাঠাচ্ছেন গ্রাহকদের। অথচ এরকম কোন ইমেল স্টেট ব্যাংকের তরফে পাঠানো হচ্ছে না। প্রতারণার উদ্দেশ্যে আড়ালে থেকে কোনো ব্যক্তি এই ধরনের কাজ করছে। এই ধরনের ঘটনার হদিশ পেয়েই





প্রথমে গ্রাহকদের সচেতন করতে স্টেট ব্যাংকের তরফে অ্যালার্ট জারি করা হয়েছে। এই ধরনের ইমেইল এলে তা খুলতে নিষেধ করা হয়েছে। এই ধরনের প্রতারণা চক্র থেকে নিজের উপার্জিত টাকা সুরক্ষিত রাখার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে। ব্যাংকের তরফে জানানো হয়েছে এই





ধরনের কোনো ইমেল এলে সেই বিষয়ে যেন রিপোর্ট করেন গ্রাহকরা। ট্যুইটে একটি ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে লিংক দিয়েছে এসবিআই। এতে আপনি রিপোর্ট করলে ন্যাশানাল সাইবার সেলের তরফে এই বিষয়ে তদন্ত করা হবে। এই ধরনের ভুয়ো ফাদে যাতে কেউ পা





না দেন তারজন্য স্টেট ব্যাংক তাদের ইন্টারনেট ব্যাংকিং এর লিংক দিয়েছেন যার মাধ্যমে গ্রাহকরা অনলাইন ব্যাঙ্কিং পরিষেবা সুবিধা পাবেন। আপনার কাছে যদি এই ধরনের ইমেইল এসে থাকে তাহলে সাইবারক্রাইম পোর্টালে অভিযোগ জানান। অভিযোগ জানাতে নিজের রাজ্যের নাম, লগইন আইডি, মোবাইল নাম্বার ও ওটিপি দিতে হবে।









