Wednesday , June 7 2023
তেঁতুল ছাড়াই খুব সহজ পেতল কাঁসার বাসন করুন একদম নতুনের মতো ঝকঝকে!
Image: google

তেঁতুল ছাড়াই খুব সহজ পেতল কাঁসার বাসন করুন একদম নতুনের মতো ঝকঝকে!

আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশিরভাগ ঠাকুরের বাসন পেতল কাঁসার তৈরি হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে যদি এগুলিকে পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে কিন্তু এগুলির উপর এক ধরনের ময়লা আস্তরণ বা কালচে দাগ পড়ে গিয়ে থাকে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা তাই

আপনাদের সাথে শেয়ার করে নেব এটি পরিষ্কার করার পদ্ধতি। সাধারণত পেতল বা কাসার বাসন কিন্তু তেঁতুল দিয়ে পরিষ্কার করা হয়ে থাকে। তবে আজকের এই বিশেষ প্রতিবেদনে কিন্তু আমরা আপনাদের জানাবো যে কিভাবে আপনারা তেঁতুল ছাড়াও কাঁসা বা পেতলের বাসন পরিষ্কার করতে পারেন।। তেতুল ছাড়া পেতল বা কাসার বাসন চকচকে করে পরিষ্কার করার উপায়: ১) পেতলের বাসন পরিষ্কার করার জন্য আপনাদের

প্রথমেই নিয়ে নিতে হবে একটা লেবু এবং কিছুটা পরিমাণ নুন। আপনাদের বাসনের পরিমাণ অনুযায়ী নুন কম বেশি ব্যবহার করতে হবে। লেবুগুলোকে অবশ্যই মাঝ বরাবর কেটে নেবেন কারণ এতে আপনাদের বাসন গুলো মাজতে সুবিধা হবে।। ২) দ্বিতীয় ধাপে আপনাদের লেবুর মধ্যে ভালো করে নুন মাখিয়ে নিতে হবে। তারপর প্রত্যেকটা বাসনকে কিন্তু আপনাদের এই লেবুর খোসার অংশটি দিয়ে ভালো করে ঘষে নিতে

হবে। পঞ্চ প্রদীপ বা অন্যান্য কোন জিনিস যেগুলিতে খাজ রয়েছে সেগুলি পরিষ্কার করার জন্য আপনারা অবশ্যই টুথব্রাশ ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে একটু লেবুর রসের সাথে নুন মিশিয়ে তা টুথব্রাশের মধ্যে লাগিয়ে ভালো করে খাজে খাজে ঘষে নিতে হবে। ৩) এভাবে সমস্ত বাসন মাজা হয়ে গেলে সাধারণ জলে আপনারা ভালো করে এগুলিকে ধুয়ে নিন। তারপরে একটি বড় গামলার মধ্যে কিছুটা পরিমাণ জল

নিয়ে তাতে মিশিয়ে দিতে হবে সামান্য আটা। জলের সঙ্গে আটা মিশে গেলে তার মধ্যে এই প্রত্যেকটা বাসনকে বেশ কিছুক্ষণ সময় পর্যন্ত ডুবিয়ে রেখে ভালো করে হাত দিয়ে হালকা করে ঘষে নিন। ৪) সর্বশেষ ধাপে বলব যে আবারো আরেক বার করে পরিষ্কার জল দিয়ে পেতল বা কাসার বাসনগুলিকে যদি আপনারা ঘষে নিতে পারেন তাহলে কিন্তু সমস্ত কালচে দাগ উঠে যাবে এবং এগুলি হয়ে উঠবে একেবারে নতুনের মতন চকচকে।

Check Also

কুকুর তেড়ে আসলে কখনোই দৌঁড় দিতে হয় না

কুকুর তেড়ে আসলে কখনোই দৌঁড় দিতে হয় না। কী করা উচিত তা জেনে নিন

রাতে বাড়ি ফেরার সময় এলাকার গলিতে কুকুরের জটলা। যদি তেড়ে আসে তা ভেবে অনেকের কপালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *