ত্বকের যত্নে সবাই কত কিনা করেন। নানা রকম প্রসাধনীও ব্যবহার করেন। যা অনেক সময় ত্বকে ক্ষতিকর প্রভাব ফেলে। এক্ষেত্রে আপনার ভরসা হতে পারে ঘরোয়া উপাদান। মসুর ডাল কালচেভাব দূর করে নিমিষেই ত্বকের উজ্জ্বলতা
ফিরিয়ে আনতে পারে। মসুর ডাল দিয়ে তৈরি এই প্যাকটি সাত দিনেই ত্বকের কালচেভাব দূর করে জাদুর মতো। চলুন তবে জেনে নেয়া যাক পদ্ধতিটি-তিন টেবিল চামচ মসুর ডাল বাটা, তিন টেবিল চামচ টক দই আর একই পরিমাণ বেসন একসঙ্গে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণে
এক চিমটি হলুদ গুঁড়া দিয়ে আবার ফেটিয়ে নিন। এবার মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পানি দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। ত্বকের কালচেভাব দূর হয়ে যাবে।