আমাদের দৈনন্দিন বিভিন্ন রান্নাবান্না সংরক্ষণ করে রাখা থেকে শুরু করে অনেক কাজে ব্যবহার করা হয় রেফ্রিজারেটর। এর মধ্যে একদিকে যেমন সবজি সংরক্ষণ করে রাখা যায় ঠিক তেমনভাবেই কিন্তু যে কোন জিনিস দীর্ঘ সময় ঠান্ডা রাখার ক্ষেত্রেও ফ্রিজের কাজ রয়েছে। এত
কাজে ব্যবহার হওয়ার দরুন খুব স্বাভাবিকভাবেই কিন্তু একটা সময় পর রেফ্রিজারেটর বা ফ্রিজ অত্যন্ত নোংরা হয়ে ওঠে। তাই সপ্তাহে একবার হলেও এটি অবশ্যই পরিষ্কার করা প্রয়োজন।। আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করতে চলেছি কিভাবে খুব সহজ পদ্ধতিতে ফ্রিজ পরিষ্কার করলে কোন সমস্যা হবে না এবং এটি দীর্ঘ সময় পর্যন্ত পরিষ্কার থাকবে।। পাশাপাশি শুধুমাত্র ফ্রিজ নয় এর ভেতরে
থাকা রবার কিভাবে আপনারা পরিষ্কার করবেন তা নিয়েও আমরা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রসঙ্গত এই রবার কিন্তু ফ্রিজের দরজা বন্ধ করার সময় কাজে লেগে থাকে। কিন্তু দীর্ঘদিন পরিস্কার না করলে এটি সম্পূর্ণ কালচে বর্ণ ধারণ করে এবং ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে পারে।
সহজ পদ্ধতিতে ফ্রিজের ভেতরে থাকা রবার পরিষ্কার করার উপায়—
ফ্রিজের ভেতরে থাকা রবার পরিষ্কার করার জন্য প্রথমেই এটিকে ধীরে ধীরে খুলে নিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে বেকিং সোডা এবং ভিনিগার মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে ফেলুন। যদি আপনাদের বাড়িতে ভিনিগার না থাকে সেক্ষেত্রে বিকল্প হিসেবে লেবুর রস ব্যবহার করতে পারেন। এই মিশ্রণের মধ্যে একটি নরম কাপড় ভিজিয়ে নিয়ে ধীরে ধীরে তার সাহায্যে ফ্রিজের এই রবার পরিষ্কার করে নিন। ভালো
করে শুকিয়ে তারপর এটিকে আবার ফ্রিজের দরজায় আপনারা লাগিয়ে দেবেন। খুব বড়জোর ১০ থেকে ১৫ মিনিট সময় আপনার ব্যয় হতে পারে এই রবার পরিষ্কার করার জন্য। তাই অবশ্যই মাসে একবার হলেও এটি পরিষ্কার করার চেষ্টা আপনারা অবশ্যই করবেন।। নাহলে কিন্তু দীর্ঘ সময় অপরিষ্কার থাকার কারণে এটি নষ্ট হয়ে যেতে পারে।
ফ্রিজের ভেতরের অংশ পরিষ্কার করার উপায়—
ফ্রিজ পরিষ্কার করার জন্য প্রথমেই আগে ফ্রিজের ভেতরের প্রত্যেকটি তাক এবং অংশ ধীরে ধীরে আপনাকে খুলে ফেলতে হবে। এগুলি কিন্তু অত্যন্ত সেনসিটিভ তাই অবশ্যই খুব সাবধানে ফ্রিজ থেকে খুলবেন নয়তো ভেঙে যেতে পারে। এবারে প্রথমেই একটি পাত্রের মধ্যে কয়েকটি
লেবুর খোসা নিয়ে তার মধ্যে জল ঢেলে ভালো করে ফুটিয়ে নিন। এতে লেবুর খোসার মধ্যে থাকা সমস্ত নির্যাস কিন্তু জলে চলে আসবে। তারপর এই মিশ্রণটিকে গ্যাস থেকে নামিয়ে সামান্য পরিমাণে বেকিং সোডা এতে মিশিয়ে নিন। সাথে আপনারা যে কোন বাজার চলতি পরিষ্কার করার লিকুইড ব্যবহার করতে পারেন। মিশ্রণটিকে নাড়াচাড়া করার পর একটি বোতলে ভরে ফ্রিজের সমস্ত অংশে স্প্রে করতে থাকুন। যদি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই মিশ্রণটির মধ্যে একটি নরম কাপড় ভিজিয়ে তার সাহায্যেও ফ্রিজ পরিষ্কার
করতে পারেন।। এবারে ফ্রিজের বাইরের অংশটি পরিষ্কার করার জন্য আপনাদের ব্যবহার করতে হবে টুথপেস্ট। একটি ছোট পাত্রে কিছুটা পরিমাণ টুথপেস্ট নিয়ে তাতে খুব সামান্য পরিমাণ জল মিশিয়ে একটি লিকুইড তৈরি করে নিন।। এবারে ফ্রিজের বাইরের অংশ যেখানে তেল চিটচিটে হয়ে গিয়েছে বা ময়লা জমে গিয়েছে সেসব জায়গায় টুথপেস্ট এর এই মিশ্রণটি লাগিয়ে আলতো করে কোন কাপড় দিয়ে ঘষলেই
সমস্ত ময়লা উঠে যাবে। তারপর ভালোভাবে ফ্রিজের ভেতরের এবং বাইরের অংশ কিন্তু শুকিয়ে নিতে হবে। টুথপেস্ট এর জায়গায় ফ্রিজের বাইরের অংশ পরিষ্কার করানোর জন্য কিন্তু আপনারা ক্লিনিক প্লাস শ্যাম্পু ও ব্যবহার করতে পারেন। টুথপেস্ট এর মত এটিও অত্যন্ত কার্যকরী একটি জিনিস যা খুব সহজেই আপনাদের ফ্রিজকে একেবারে নতুনের চকচকে করে তুলবে।