রান্নাঘর পরিষ্কার রাখা প্রয়োজন। তাহলে সুস্থ থাকা যায়। রান্নাঘরের প্রধান সমস্য়া হল, প্রায়ই তেলকালি জমে। রান্নাঘরের দেওয়াল, স্ল্যাব ইত্যাদি তেল চিটচিটে হয়ে যায়। খুব সহজেই অপরিষ্কার হয়ে যায় রান্নাঘর। এই ক্ষেত্রে একটু সতর্ক থাকা প্রয়োজন। রান্নাঘরের তেল চিটচিটে দাগ
কীভাবে তুলব, এটা একটা চিন্তার বিষয় হয়ে ওঠে। আজ তাই আপনাদের জন্য়ই কিছু সহজ টিপস ও ট্রিকস নিয়ে এলাম আমরা। কীভাবে তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করবেন বা কীভাবে পরিষ্কার রাখবেন রান্নাঘর(Clean Kitchen), সেইসব প্রশ্নের যাবতীয় উত্তরই আপনার জন্য়
রান্নাঘরের তেল চিটচিটে জানলা পরিষ্কার করতে কি লাগবে-
হোয়াইট ভিনেগার ৩০ এম.এল গরম জল দুকাপ বাটি মাঝারি সাইজের বাসন মাজার সাবান বা সার্ফ (ঐচ্ছিক) মাইক্রোফাইবার কাপড়
কিভাবে আপনার রান্নাঘরের জানালা পরিষ্কার করবেন-
একটি বাটিতে দুকাপ গরম জল নিন। তাতে ৩০ এম.এল হোয়াইট ভিনেগার মেশান। ভালো করে চামচ দিয়ে জলের সাথে ভিনেগার মিশিয়ে নিন। ভিনেগার ও জলের মিশ্রণটি ছোট কাপে করে নিয়ে রান্নাঘরের জানলায় ঢালুন। পুরো জানলা এই মিশ্রণ দিয়ে ভিজিয়ে দিন। ভেজানোর
পর ১০ মিনিট অপেক্ষা করুন। মাইক্রোফাইবার কাপড় থাকলে খুব ভালো, না হলে মোটা সুতির কাপড় নিন। তা দিয়ে জানলার গ্রিল উপর থেকে নিচ অব্দি ঘষে ঘষে পরিষ্কার করুন। দেখবেন কাপড় বোলালেই নোংরা উঠে জানলা চকচক করছে। এটি জানলার গ্রিলের সাথে সাথে কাঠের জানলায়ও অ্যাপ্লাই করবেন। জানলা বেশি ময়লা হলে! যদি অনেকদিনের ময়লা জানলায় জমা থাকে তাহলে ভিনেগার জল দেওয়ার
আগে বাসন মাজার সাবান বা সার্ফ দিয়ে একবার জানলা ধুয়ে নেবেন। তারপর তা মুছে নিয়ে ভিনেগার জল দিয়ে স্টেপ বাই স্টেপ পরিষ্কার করবেন। তেল চিটচিটে ভাব উঠে যাবে। বেশি কসারত করতে হবে না। খুব সহজ ও কার্যকরী এই টিপস। রান্নাঘরের কাঁচের জানলাঃ কাঁচের জানলা হলে গরম জলে ভিনেগার দেওয়ার সাথে সাথে সামান্য লেবুর রস মিশিয়ে দেবেন। স্প্রে বোতল দিয়ে কাঁচের জানলায় এটা ছড়িয়ে
দেবেন। ১০ মিনিট পর পরিষ্কার কাপড় দিয়ে মুছবেন। দেখবেন জানলা চকচক করছে। আর তেল চিটচিটে ভাবও নেই। বিশেষ কথাঃ আজকের এই টিপস দিয়ে রান্নাঘরের তেল চিটচিটে জানলা পরিষ্কার যেমন করতে পারবেন, তেমনই বাড়ির যেকোনো ধুলো ময়লা জমা জানলাও পরিষ্কার ক্লিন করে নিতে পারেন। বেশি ময়লা হলে আগে শুকনো কাপড় দিয়ে ঝেড়ে নেবেন।