Wednesday , June 7 2023
ওয়াশিং মেশিন ব্যবহার করার আগে এই ৫ টি বিষয় মাথায় রাখুন!
Image: google

ওয়াশিং মেশিন ব্যবহার করার আগে এই ৫ টি বিষয় মাথায় রাখুন!

ওয়াশিং মেশিন যে আমাদের কষ্টই কমিয়েছে তাই নয় তারসাথে অনেক সময়ও বাঁচিয়েছে। বিজ্ঞানের সেই সমস্ত আবিষ্কার যা মানুষের জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে তার মধ্যে ওয়াশিং মেশিন অন্যতম। তবে সব জিনিস ব্যবহার করারই নিয়ম থাকে। ব্যতিক্রম নয় ওয়াশিং

মেশিনও। নিম্নে দেওয়া এই ৫ টি নিয়ম মেনে না চললে আপনার শখের জামা কাপড়ের কিন্ত দফারফা হয়ে যেতে পারে। ১) ওয়াশিং মেশিনে কখনো শীতের জিনিস কাচবেন না: ভুলেও কখনও ওয়াশিং মেশিনে শীতের জামাকাপড় কাচবেননা। উলের তৈরি জিনিস ওয়াশিং মেশিনে দিলে

খুব তাড়াতাড়ি সুতো বেরিয়ে আসতে পারে। ২) ওয়াশিং মেশিনে বাচ্চাদের মোজা বা কোন ইলাস্টিক দেওয়া জিনিস কাচবেন না: মোজা বা বাচ্চাদের ইলাস্টিক দেওয়া জামাকাপড় হাতেই কেচে নিন। এগুলো ওয়াশিং মেশিনে দিলে ইলাস্টিক নষ্ট হয়ে যেতে পারে। ৩) ওয়াশিং মেশিনে

অন্তর্বাস কাচা উচিত নয় : নিজের অন্তর্বাস সবসময় হাতে কাচার চেষ্টা করুন। ৪) জরির কাজ করা সূক্ষ্ম পোশাক ওয়াশিং মেশিনে কাচা উচিত নয়: যদি আপনার জামাকাপড়ে জরির কাজ থাকে বা খুব সূক্ষ্ম কাজ থাকে তাহলে ওয়াশিং মেশিন অ্যাভয়েড করুন। প্রয়োজনে লন্ড্রীতে

দিয়ে দিন। ৫) পোষ্যর ব্যবহৃত জিনিসপত্র ওয়াশিং মেশিনে কাচা উচিত নয়: নিজের প্রিয় পোষ্যের জামাকাপড় কখোনোই ওয়াশিং মেশিনে কাচবেননা।

Check Also

তেঁতুল ছাড়াই খুব সহজ পেতল কাঁসার বাসন করুন একদম নতুনের মতো ঝকঝকে!

তেঁতুল ছাড়াই খুব সহজ পেতল কাঁসার বাসন করুন একদম নতুনের মতো ঝকঝকে!

আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু বেশিরভাগ ঠাকুরের বাসন পেতল কাঁসার তৈরি হয়ে থাকে। দীর্ঘ সময় ধরে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *