Monday , April 19 2021
Home / লাইফ-স্টাইল / ১০০ টাকার নোট আসল কিনা কীভাবে বুঝবেন.. রইল আসল নোট চেনার উপায়

১০০ টাকার নোট আসল কিনা কীভাবে বুঝবেন.. রইল আসল নোট চেনার উপায়

১০০ টাকার নোট আসল কিনা কীভাবে বুঝবেন.. রইল আসল নোট চেনার উপায় – ২০১৮ তে নতুন ১০০ টাকার নোট বাজারে আসে। তবে এই নোট হাতে পাওয়ার পর অবশ্যই তা আসল না নকল পরখ করে নিতে হবে আপনাকেই৷ কারণ অনেক ক্ষেত্রেই ভুয়ো নোটের কথা জানতে

পারা যায়৷১০০ টাকার নোটের বৈশিষ্ট্যগুলি ভালো ভাবে জেনে রাখা দরকার। তবেই সহজে বোঝা যাবে আসল না নকল। কি কি সেই বৈশিষ্ট্য: ১০০টাকার এই নোটে সামনের দিকে দেবনাগরী অক্ষরে ১০০লেখা থাকে৷ নোটের মাঝে মহাত্মা গান্ধীর ছবি রয়েছে৷ ছোট হরফে ‘RBI’,

‘ভারত’, ‘India’ এবং ‘100’ লেখা থাকে৷ এছাড়া এতে সিরিওরিটি থ্রেড আছে, তাতে রয়েছে কালার শিফট্৷ নোটগুলিকে মুড়লে থ্রেডের রং সবুজ থেকে নীল হয়ে যায়৷ এছাড়া নোটের সামনের দিকে গভর্ণরের সই এবং গান্ধীজির ছবির ডানদিকে আরবিআই-এর এমব্লেম রয়েছে৷

ডানদিকে রয়েছে অশোক স্তম্ভ৷ মহাত্মা গান্ধীর পোর্ট্রেট এবং ইলেক্ট্রোটাইপ(১০০) ওয়াটার মার্ক রয়েছে৷ নোটের পিছনে প্রিন্টিং-এর বছর দেওয়া থাকবে৷ পিছনে দেওয়া থাকে স্বচ্ছ ভারতের লোগোও৷ হোসাঙ্গাবাদের সিকিউরিটি পেপার মিলে স্বদেশীয় কাগজ এবং কালি ব্যবহার করা ছাপানো

হয় নোটগুলি। এতে আছে গুজরাতের ‘রানি কি ভভ’-এর ছবি। ২০০০ টাকার নোটও একই প্রেসে ছাপানো হয়েছিল। দেবনাগরী অক্ষরে ১০০ লেখা থাকবে৷ যদি এইসব বৈশিষ্ট্য মনে না থাকে তাহলে আরবিআই-এর সাহায্যেও আপনি নোট চেক করতে পারেন৷ ভারতীয় রিজার্ভ ব্যাংক

paisaboltahai.rbi.org.in পোর্টাল শুরু করেছে বলে জানা গিয়েছে৷ এখানে আপনি নোটের সত্যাসত্য নিজে যাচাই করে দেখে নিতে পারবেন৷

About Moni Sen

Check Also

সন্তানকে যে ৮টি কথা কখনোই বলা উচিৎ নয়!

সন্তানকে যে ৮টি কথা কখনোই বলা উচিৎ নয়!

সন্তানকে যে ৮টি কথা কখনোই বলা উচিৎ নয়! – আমা’র নিজেদের সন্তানের ভালোর জন্য বকা-ঝকা ...

x