Tuesday , May 11 2021
Home / সংস্কার / শাস্ত্রানুসারে সৌভাগ্যেকে ফেরাতে ফিটকারি ব্যবহার করুন

শাস্ত্রানুসারে সৌভাগ্যেকে ফেরাতে ফিটকারি ব্যবহার করুন

শাস্ত্রানুসারে সৌভাগ্যেকে ফেরাতে ফিটকারি ব্যবহার করুন – আপনার ভাগ্য ফেরাতে- আমাদের জীবন নানা সমস্যায় ভরা। অনেক সময় অশুভ শক্তির প্রভাবেও জীবনে উন্নতি ও বাধার সৃষ্টি হয়। জ্যোতিষশাস্ত্র মতে, সামান্য ফিটকিরি এই নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাব কমিয়ে

জীবনে উন্নতির পথ প্রশস্ত করতে সহায়তা করে। আসুন নেতিবাচক বা অশুভ শক্তির প্রভাব কমিয়ে জীবনে উন্নতির ক্ষেত্রে ফটকিরির ব্যবহার সম্পর্কে জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যাগুলি জেনে নেওয়া যাক- ১) পরিশ্রম করেও যদি ভাগ্যের সাহায্য না পান তাহলে একটি কালো কাপড়ের মধ্যে

এক টুকরো ফিটকিরি বেঁধে দরজায় ঝুলিয়ে রাখুন। এর ফলে নেতিবাচক শক্তি দূরে থাকবে, ফিরবে ভাগ্য। ২) বাথরুমে এক বাটি ফিটকিরি রাখুন। মাসে একবার এই ফিটকিরি বদলে দিন। এর ফলে বাড়ির নেতিবাচক শক্তিকে সেই ফটকিরি শুষে নেবে। ৩) ফিটকিরির একটা বড়

টুকরা গুঁড়া করে নিন। এরপরে ঘরের বিভিন্ন কোণায় তা ছড়িয়ে দিন। এর ফলে ঘর কোনও রকম অশুভ বা নেতিবাচক শক্তির প্রভাব মুক্ত থাকবে। ৪) অন্যের নজর লেগে থাকলে পা থেকে মাথা পর্যন্ত সাত বার একটি ফিটকিরি ঘষে দিন। এরপরে সেই ফিটকিরির টুকরাটি আগুনে পুড়িয়ে ফেলতে হবে। ৫) ঘুমের মধ্যে যদি খারাপ বা ভয়ঙ্কর স্বপ্ন দেখেন, তাহলে শোয়ার সময়ে মাথার পাশে একটি ফিটকিরির টুকরো রাখুন।

এর ফলে চারপাশের নেতিবাচক শক্তিকে ফটকিরি টেনে নেয়। ঘুমে ব্যাঘাত ঘটে না। ঘুমের আগে এই তিনটি তরল আপনার ওজন কমিয়ে দিবে ওজন বৃদ্ধি অনেক জটিল একটি সমস্যা। একবার ওজন বাড়তে শুরু করলে তা কমানো বেশ কষ্টকর হয়ে পড়ে। বিভিন্ন কারণেই ওজন বাড়ে। তবে ওজন বাড়ার অন্যতম একটি কারণ হচ্ছে রাতে অতিরিক্ত খাওয়া ও ঠিকমতো ঘুম না হওয়া। জানেন কি, অতিরিক্ত ওজনের কারণে দেহে

নানা রকম রোগ সহজেই বাসা বাঁধে। তাইতো ওজন নিয়ন্ত্রণ করা খুব জরুরি। তাইতো এমন তিনটি তরল খাবার আছে, যা রাতে ঘুমানোর আগে খেলে ওজন কমবে তরতরিয়ে। স্বাস্থ্যবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী এসব তরল খাবারগুলো সম্পর্কে আলোচনা

করা হলো- দুধ: দুধে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ট্রিপটোফ্যান। তাই ঘুমানোর আগে ঠাণ্ডা বা গরম দুধ খেলে ঘুম ভালো হয়। এর ফলে শারীরিক ও মানসিক চাপ কমার সঙ্গে ওজনও কমে। সয়া দুধ কম ক্যালরি সমৃদ্ধ সয়া দুধে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও ট্রিপটোফ্যান। এই উপাদানগুলোই ভালো ঘুম হতে সাহায্য করে ও ওজন কমায়। এছাড়া সয়া দুধ মস্তিষ্কে উপকারী হরমোন তৈরি করে, যা বাড়তি ওজন

কমায়। আঙুরের রস তাজা আঙুরের রস ওজন কমায়। তাই রাতে ঘুমানোর আগে এক গ্লাস আঙুরের রস খেলে ঘুম ভালো হবে ও অতিরিক্ত চর্বিও কমবে।

About Moni Sen

Check Also

মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে যে নিয়ম পালন করলে ধন-দৌলত ভরে উঠবে আপনার সংসার

মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে যে নিয়ম পালন করলে ধন-দৌলত ভরে উঠবে আপনার সংসার

টাকা-পয়সা, এটি এমন একটি জিনিস যা প্রতিটি মানুষের প্রয়োজন , আজকের সময়ে প্রতিটি মানুষ আরও ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x