Thursday , December 3 2020
Home / সংস্কার / রোজ সকালে ঘুম হতে উঠে এই দেবতার মন্ত্র পাঠ করলে থাকবে না অর্থিক ও শারীরিক সম’স্যা
image: google

রোজ সকালে ঘুম হতে উঠে এই দেবতার মন্ত্র পাঠ করলে থাকবে না অর্থিক ও শারীরিক সম’স্যা

রোজ সকালে ঘুম হতে উঠে এই দেবতার মন্ত্র পাঠ করলে থাকবে না অর্থিক ও শারীরিক সম’স্যা – প্রতিদিন ঘুম থেকে উঠে প্রায় সকলেরই মনে হয়, দিনটা ভালো যাবেতো? কোনো বিপদআপদ হবেনাতো? সবাই সুস্থ থাকবেতো? অনেকেই ঘুম থেকে উঠে আগে এই চিন্তাটাই করেন।

অনেকে আবার দেবদেবীর মুখ দেখে ঘুম থেকে ওঠেন, অনেকে আবার ঘুম থেকে উঠেই মা বাবাকে প্রনাম করে ওঠেন, যাতে দিন ভালো যায়, আবার অনেকের মতে প্রতিদিন ঘুম থেকে উঠে ব্যায়াম এর মাধ্যমে দিন শুরু করলে দিন ভালো যায়! কিন্তু তন্ত্র বা সাধনাযোগ থেকে

শুরু করে মহান পন্ডিতেরা কি বলছেন জানেন? তাদের মতে প্রত্যহ যদি এই দেবতার মুখ দেখে ঘুম থেকে ওঠা যায় সাথে এই দেবতাকে ভক্তিভরে প্রনাম করে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে আপনার দিন অবশ্যই শুভ হবে।তবে আসুন জেনে নেই আসল বিষয়টি!হ্যা , এই

দেবতাকে ভক্তিভরে প্রনাম করে যদি আপনি আপনার দিন শুরু করেন তাহলে অবশ্যই আপনি ফল পাবেন, আপনার দিন শুভ হবেই, আর সেই দেবতা হচ্ছে সূর্য দেব! সূর্য দেবকে দর্শন করে ভক্তিভরে প্রনাম করে যদি আপনি আপনার দিন শুরু করেন তবে আপনার সারাদিনটি

খুবই ভালো কাটবে। ব্যাবস্থার জীবনে আমাদের সময় খুব কম, কিন্তু সেই ব্যস্ততার ভিতরেই যদি আপনি একটু সময় বের করে রোজ ভক্তিভরে সূর্যদেবকে প্রনাম করে দিন শুরু করেন তাহলে আপনার দিন শুভ হবেই।সনাতন ধর্ম অনুশারে যে পঞ্চদেবের পূজার কথা আমাদের সকল

পূজার আগে করা হয় তার মধ্যে অন্যতম হলো সূর্যদেব!আসুন এবার তাহলে জেনে নেই প্রতিদিন সকালে উঠে কিভাবে সূর্যদেবের পূজা করবেন, তাহলে ফল পাবেন হাতেনাতে 1. সাত ঘোড়ার রথে সাওয়ার সূর্যদেবের ছবি বাড়ির পূর্বদিকের দেওয়ালে লাগিয়ে রাখুন, ঘুম থেকে

ওঠার পর কাজ শুরু করার আগে ওই মূর্তিটি দর্শন করে ভক্তিভরে প্রনাম করুন।2. আপনি যদি রোজ ভোরবেলায় উঠে পূর্ব দিকে সূর্যদেবের দিকে তাকিয়ে ভক্তিভরে জোড়হাত করে প্রনাম করেন, তাহলে ভালো ফল মিলবে। তবে শুধু প্রনাম নয়, এর সাথে এই নিয়মগুলি মেনে চলুন,

তাহলে কর্মক্ষেত্রে সফলতা পাবেন, দূর হবে অন্যান্য বিভিন্ন সমস্যা 1. তামার পাত্রে গঙ্গা জল ভরে তার মধ্যে লাল ফুল, লাল চন্দন, দূর্বা, তুলসিপাতা , আতপচাল নিয়ে রোজ স্নান করে উঠে সূর্যদেবকে অর্পণ করুন।সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। 2. পূর্বদিকে মুখ করে এই

অর্ঘ্য সূর্যদেবকে দান করুন ভক্তিভরে, এবং দান করতে করতে এই মন্ত্র পাঠ করুন “নম বিবস্যতে ব্রহ্মন্য ভাষ্যতে, বিষ্নু তেজসে জগৎসবিত্রে সুচয়ে কর্মদায়িনে ইদম অর্ঘ্যম নম শ্রী সূর্য দেবায় নম” এরপর উক্ত মন্ত্রে সূর্যদেবকে প্রনাম করুন “নম জবাকুসুম সঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম, ধান্তারিং সর্বপাপ্নন্যং প্রনতোষ্মি দিবাকরম” উক্ত মন্ত্র বলে প্রনাম করুন।

Check Also

প্রতিটি বাঙ্গালী নারী এই কথা গুলো শুনতে শুনতে ক্লান্ত ! দেখুন আপনার তো কমন পরে কিনা

প্রতিটি বাঙ্গালী নারী এই কথা গুলো শুনতে শুনতে ক্লান্ত ! দেখুন আপনার তো কমন পরে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x