তীব্র শৈত্য প্রবাহে কাঁছে সারা বাংলা। ঠান্ডার কারণে সবাইকে কমবেশি কষ্ট ভোগ করতে হয়ে। এই ঠান্ডার সমস্যা হতে দ্রুত সমাধান করার উপায় রয়েছে আপনার হাতের নাগালে। আপনি তো শীত কমানোর জন্য রুম হিটার, শীতের গরম কাপড় পড়েন। আপনি জানেন যে শীতে ঘরে ফ্যান চালালেও ঠাণ্ডা অনেকটা কমে। শীতে ফ্যান চালালে যে ঘরের ঠাণ্ডা কমে সেটা আমাদের কথা নয়; সেটা বিজ্ঞানীদের কথা। তারা জানান যে. গরম বায়ু সবসময় হালকা হয়, তাই ঘরের সিংলিং এর কাছে তুলনামূলকভাবে গরম হয়।




তাই ঘরে সিলিং ফ্যান চললে গরম বায়ু নিচে নেমে আসে। যা ঘরকে একটু হলেও ঠণ্ডা হতে রক্ষা করে। তাই বিজ্ঞানীরা মাঝে মাঝে শীতেও ঘরে ফ্যান চালানার পরামর্শ দিয়েছেন। তবে এই বিষয়টি ভূয়া বলে উড়িয়ে দিবেন না। বিজ্ঞানীরা দীর্ঘ সময় ধরে গবেষণার মাধ্যমে এই পদ্ধতিটি আবিস্কার করেছেন।




যদিও প্রথমে ফ্যানের বাতাসে ঠাণ্ডা হাওয়া অনুভূত হবে তথাপি ফ্যান বন্ধ করলে আপনি নিজেই এর পার্থক্যটা অনুভব করতে পারবেন। তবে ফ্যান আবার দীর্ঘ সময় ধরে চালানো যাবে না। ফ্যান চালিয়ে ৩০ মিনিট ধরে রেখে ফ্যান বন্ধ করে দিনে।




চাকরির জন্য নিজেকে যেভবে ফিট করবেন
শুধু গতানুগতিক পড়াশুনা বা সনদের মধ্যেই নিজেকে গুটিয়ে রাখবেন না। নিজের বিষয়ের সাথে সংশ্লিষ্ট পেশাগত কোর্স করে ফেলুন। এটি আপনার চাকরির জন্য অনেক বেশি সহায়ক হবে। আপনি যে বিষয়ে পড়াশুনা করেছেন তার সাথে সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রগুলো কিকি, সেখানে কিকি ধরণের কাজ করা হয়। এই বিষয়গুলো জেনে নিজেকে প্রস্তুত করে সামনে এগিয়ে যাওয়ার প্ল্যান করুন। তাহলে চাকরি কিছুটা হলেও আপনার জন্য সহজ হবে।




নিজের বু্দ্ধিমত্তা বাড়ানোর জন্য যেকোন বিষয় বা ঘটান বিশ্লেষন করার চেষ্টা করুন। এটি শুধুমাত্র আপনার চাকরির জন্যই নয়। বাস্তবেও আপনার জ্ঞানের পরিধি আরো কয়েক ধাপ বাড়িয়ে দিতে সক্ষম হবে।







