Sunday , April 18 2021
Home / সংবাদ / রাস্তায় প্রকা’শ্যে প্রেমিকার পেছনে-লা’থি-মে’রে তা’ড়াল যুবক, ভিডিও ভা’ইরাল

রাস্তায় প্রকা’শ্যে প্রেমিকার পেছনে-লা’থি-মে’রে তা’ড়াল যুবক, ভিডিও ভা’ইরাল

রাস্তায় প্রকাশ্যে প্রেমিকার পেছনে-লাথি-মে’রে তাড়াল যুবক, ভিডিও ভাইরাল-বর্তমানে কোনো ঘটনা ঘটলে সেই মূহুর্তটি ক্যামেরাবন্দী করতে কেউ ভোলেনা। আর স্মার্টফোন থাকায় সবাই ব্যস্ত থাকেন ভিডিও করতে। পরের পদক্ষেপ, তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা।এরপর শেয়ারের মাধ্যমে তা পৌঁছে যায় আরো অনেক মানুষের কাছে। মূহুর্তের মধ্যে ভিডিওটি হতে পারে ভাইরাল। বর্তমান যুগে

স্মার্টফোনে হলো অবসর সময়ের সঙ্গী।আজকাল সোশ্যাল হ্যান্ডেলে নানা পশুপাখির কান্ডকারখানার ভিডিও থেকে শুরু করে মানুষের নানা কার্যকলাপের ভিডিও শেয়ার হচ্ছে। তাই সামাজিক মাধ্যমে যারা আছেন তারা সকলেই ভাইরাল কথাটির সঙ্গে পরিচিত। করোনার জেরে লক

ডাউনের ফলে বেড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহার।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সরস্বতীর পুজোর সময়ের একটি ঘটনা। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি মেয়ে তার সঙ্গে থাকা একটি পুরুষ বন্ধুকে বেধড়ক মারছে। মারধরের পর মেয়েটিই যেই সিঁড়ি থেকে নামতে

যাবে তখনই ওই ছেলে বন্ধুটি মেয়েটিকে পিছন থেকে সজোড়ে পায়ের সাহায্য আঘাত করে। মেয়েটিও সঙ্গে সঙ্গে পড়ে যায়।মেয়েটির পরনে শাড়ি থাকায় এটি সরস্বতী পুজোর দিনের ভিডিও বলেই মনে করা হচ্ছে। ছেলে ও মেয়েটির মারপিটের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

Check Also

নিউইয়র্কের মেট্রোরেলের ডিসপ্লেতে জ্বলজ্বল করছে বাংলা ভাষা! ব্যাপক ভাইরাল যে ছবি

নিউইয়র্কের মেট্রোরেলের ডিসপ্লেতে জ্বলজ্বল করছে বাংলা ভাষা! ব্যাপক ভাইরাল যে ছবি

নিউইয়র্কের মেট্রোরেলের ডিসপ্লেতে জ্বলজ্বল করছে বাংলা ভাষা! ব্যাপক ভাইরাল যে ছবি- আধুনিক বঙ্গসমাজের কোনো কোনো ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x