রাজ্য সরকারের বড় ঘোষণা, রেশন কার্ড থাকলে পাবেন ২৫০০ টাকা! – উত্সবে হঠাৎ করে যদি অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায়, তবে তাঁর চেয়ে ভালো যেন আর কিছুই হতে পারে না। আর একথা মাথায় রেখে বড় ঘোষণা করল তামিলনাড়ু সরকার। শনিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী





এডাপাড্ডি কে পালানিস্বামী পোঙ্গাল উৎসবের আগে রেশনকার্ডধারীদের নগদ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। করোনার মধ্যে এই ঘোষণায় দারুণ স্বস্তি সাধারণ মানুষের। সম্প্রতি, রাজ্য সরকার রেশন কার্ডধারীদের সস্তা চিনি কেনার জন্য বৈধ করে দিয়েছে। পালানিস্বামী জানিয়েছেন,





পোঙ্গাল প্যাকেজ থেকে প্রায় ২৬ মিলিয়ন কার্ডধারীরা উপকৃত হবেন। উল্লেখ্য, সামনের মাসে ১৪ জানুয়ারি রয়েছে পোঙ্গাল। গত বছর রাজ্য সরকার সাধারণ মানুষকে এক হাজার টাকা করে দিয়েছিল। এখন তা বাড়িয়ে ১৫০০ টাকা করা হয়েছে। অন্যদিকে রেশন কার্ডধারীরা ২৫০০





টাকা নগদ এবং এক কেজি চাল, চিনি এবং একটি আঁখ বিনামূল্যে দেওয়া হবে।উল্লেখ্য, সামনেই তামিলনাডুতে নির্বাচন। এবার এরাজ্যে নির্বাচনের পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। রাজ্যের প্রভাবশালী দুই দল এআইএডিএমকে ও ডিএমকে তাঁদের দুই অন্যতম মুখ জয়ললিতা এবং





করুণানিধিকে ছাড়াই ভোটের ময়দানে অবতীর্ণ হতে চলেছে। এআইএডিএমকে ক্ষমতায় থাকা সত্ত্বেও বর্তমানে নানান কারণে দুর্বল হয়ে পড়েছে। আবার অন্যদিকে ডিএমকে বিরোধী দল হওয়া সত্বেও লোকসভা নির্বাচনে যথেষ্ট সাফল্য পেয়েছিল। এবার লড়াইয়ের ময়দানে কারা বাজি মারে তা নিয়ে যথেষ্ট ঔতসুক্য রয়েছে সাধারণ মানুষের।









