মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর! চমৎকার উদ্যেগ নিলো রেল কৃর্তপক্ষ – মেট্রোরেল যাত্রীদের জন্য- মেট্রোরেল কর্তৃপক্ষ গরমে যাত্রী স্বাছন্দের কথা মাথায় রেখেই বাড়াতে চলেছে AC রেকের সংখ্যা।সূত্রের খবর অনুযায়ী পাতালপথে ইতিমধ্যেই বাড়ানো হয়েছে AC রেকের সংখ্যা।ডিসেম্বরে





AC রেক চালানো হয়েছে ৬৯% তবে জানুয়ারিতে তা বাড়িয়ে করা হয়েছে ৮০%G এবার মেট্রো কর্তৃপক্ষ আরো ৪% বাড়াতে চলেছে AC রেকের সংখ্যা।আর এরফলে গরমে বেশিরভাগ যাত্রী পাবেন AC রেকের সুবিধা বলে খবর।মেট্রো কর্তৃপক্ষ দাবি করে জানিয়েছে ইতিমধ্যে চেন্নাই থেকে





২টি AC রেক নিয়ে আসা হয়েছে।
টাক মাথার পুরুষেরাই নারীদের প্রতি বেশি আকৃষ্ট…….
অনেকেই মাথার চুল ধরে রাখতে আপ্রাণ চেষ্টা করে।তাদের মতে, মাথার চুল পরে গেলে স্বাভাবিকের চেয়ে বেশি মনে হয়।কিন্তু এক গবেষণার দ্বারা জানা গেছে, টাকওয়ালা পুরুষেরা নারীদের কাছে বেশি আকর্ষণীয়।কেবল তাই নয়, নারীদের কাছে টাক মাথ্যার পুরুষ তুলনামূলক বিএসসি





আত্মবিশ্বাসী ও প্রভাবশালী ব্যক্তি।গবেষণাটি করা হয়েছে যুক্তরাষ্ট্রের ‘ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া’র পক্ষ থেকে। তাতে শিক্ষার্থীদের বেশ কয়েকজন পুরুষের ছবি দেখতে বলা হয়। ছবিতে টাক মাথার বেশ কয়েকজন পুরুষও ছিলেন।ছবিগুলো দেখার পর তিনটি মানদন্ডে মূল্যায়ন করা হয়েছে।মূল্যায়নের পর দেখা যায়, তিনটি ক্যাটাগরিতেই টাক মাথার পুরুষেরা তুলনামূলকভাবে বেশি নম্বর পেয়েছে। তবে টাক পুরুষের





জন্য মন খারাপ করার মতো খবরও রয়েছে।একই গবেষণই দেখা গেছে যে, টাক মাথার পুরুষের বয়স্ক মনে হওয়ার কথাটি সত্যি।এক্ষেত্রে চুল আছে যাদের তাদের থেকে টাকওয়ালা পুরুষের বয়স গড়ে চার বছর বেশি মনে হয়।তাতে শিক্ষার্থীদের বেশ কয়েকজন পুরুষের ছবি দেখতে বলা





হয়। ছবিতে টাক মাথার বেশ কয়েকজন পুরুষও ছিলেন। ছবিগুলো দেখার পর তিনটি মানদন্ডে মূল্যায়ন করা হয়েছে।মূল্যায়নের পর দেখা যায়, তিনটি ক্যাটাগরিতেই টাক মাথার পুরুষেরা তুলনামূলকভাবে বেশি নম্বর পেয়েছে।









