মাত্র ১০০ টাকায় পেয়ে যান রান্নার গ্যাস সিলিন্ডার – বর্তমানে দেশের প্রত্যেকটি বাড়িতে এলপিজি সিলিন্ডার রয়েছে। বর্তমানে এলপিজি সিলিন্ডারের দাম একেবারে আকাশ ছোঁয়া। এখন আপনি যদি সিলিন্ডার কিনতে চান তাহলে আপনার দাম পড়বে 800 টাকা। কদিন আগেই





ভারত সরকার সিলেন্ডার প্রতি 50 টাকা দাম বাড়িয়েছে। এর ফলে ভর্তুকি ছাড়া 14.2 কেজি এলপিজি সিলিন্ডারের দাম দিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। এই নিয়ে দ্বিতীয়বারের জন্য মাসে গ্যাসের দাম বাড়লো। কিন্তু এবার আপনি 800 টাকার গ্যাস সিলিন্ডার মাত্র 100 টাকায় কিনতে





পারবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে পাবেন এই সুবিধা। এর জন্য জানিয়ে রাখি আপনাকে নিজের গ্যাস বুকিং করতে হবে Paytm এর মাধ্যমে। এখানে গ্যাস বুকিং করলে আপনারা 700 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যেতে পারবেন। 1. প্রথমে আপনি আপনার স্মার্টফোনে Paytm





অ্যাপ্লিকেশন ওপেন করুন। 2. তারপর নিজের ফোন থেকে পেটিএম অ্যাপ্লিকেশনে রিচার্জ এন্ড পে বিল অপশনে পৌঁছে যান। 3. এবারে বুক এ সিলিন্ডার অপশনে ক্লিক করুন। 4. তারপর নিজের গ্যাস কোম্পানি নির্বাচিত করুন। 5. গ্যাস কানেকশন এর সঙ্গে যে ফোন নম্বর দেওয়া





আছে সেটা এন্টার করুন। 6. তারপর আপনাকে পেমেন্ট অপশন দেওয়া হবে। 7. সেখানে আপনাকে একটি প্রমো কোড লিখতে হবে। ওই প্রোমো কোড হল FIRSTLPG। এই কোড লিখলেই আপনি 700 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন।পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস সবকিছুর দাম একের পর এক বেড়েই চলেছে। কিন্তু মানুষের আয় তেমন একটা বাড়েনি। সংসার চালানোর জন্য মানুষকে ভোগান্তি পোহাতে





হচ্ছে। তারই মধ্যে বিধানসভা ভোটের মুখে কেন্দ্রের উজ্জ্বলা প্রকল্পের প্রচার চালাচ্ছে বিজেপি। তবে রান্নার গ্যাসের দাম যে হারে বাড়ছে, তাতে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হয়েছেন।









