মাকে মে’রে সন্তানের প্রতি চিতার ভালোবাসায় মু’গ্ধ বিশ্ব! – মা বানরটিকে নাগালের মধ্যে পেয়ে ঝাঁ’পিয়ে পড়লো চিতাবাঘ। অল্পতেই কুপোকাত তুলনামূলক ছোট এবং দুর্বল এই প্রাণীটি। এরপর শি’কারকে অবলীলায় তুলে নিলো গাছের ডালে। হঠাৎ বাঘের চোখ আটকে গেলো





অদূরে পড়ে থাকা বানরের বাচ্চাটির দিকে। মুহূর্তেই ক্ষু’ধার যন্ত্র’ণা ভুলে শি’কার ফেলে ছুটে গেলো সেখানে। পরম মমতায় বাচ্চাটিকে নিয়ে আবার গাছের ডালে উঠলো চিতাবাঘ। এরকম একটি চমৎকার ভি’ডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ভাইরাল হওয়া এই ভি’ডিও নাড়া দিয়েছে





সবাইকে। ভি’ডিওতে দেখা যায়, খুব দ্রুত চিতাবাঘটি মা বানরটির ঘাড় ম’টকে দেয়। মৃ’ত বানরটিকে গাছের ডালে যুৎসই একটি জায়গায় রাখতেই কানে ভেসে এলো একটি ক্ষী’ন শব্দ। চিতাবাঘ লক্ষ করলো গাছের নিচে চি’ৎকার করছে সদ্য মা হারা বাচ্চাটি। দ্রুত ছুটে যায় সে।





কিংকর্তব্যবিমূঢ় চিতা বাচ্চাটির পাশেই সটান শুয়ে পড়লো। ‘ভী’ষণ ভুল হয়ে গেছে, সরি’- অনুত’প্ত চিতাবাঘ তার একটি পা তুলে আলতো করে ছুয়ে দিলো বাচ্চাটির মাথা। হায়েনার দল পাশেই পড়ে আছে আস্ত খাবার। সেদিকে চিতার এতটুকু ভ্রু’ক্ষেপ নাই। একটাই চিন্তা, কিভাবে





বাচ্চাটির যত্ন নেয়া যায়। সবধরনের মনোযোগ যেন এর প্রতি। বাচ্চাটিকে তুলে নিলো গাছের ডালে নিরাপদ একটি জায়গায়। সেখানে বাঘটি তার সঙ্গে খেলছে। নজর রাখছে, যাতে গাছ থেকে পা ফসকে পড়ে না যায়! বিভিন্ন খুন’সুটি করে তাকে হয়তো বোঝাতে লাগলো- মন খারাপ





করোনা, মা নেয় তাতে কি, আমি তোমার যত্ন নিবো। ভি’ডিওটি মুহূর্তেই ভা’ইরাল হয়ে যায়। এতে লাইক এবং কমেন্ট করেছেন অনেকেই। শম্ভু দাশ নামের একজন লিখেছেন, বনের হিংস্র পশু যদি অপরের বাচ্ছার প্রতি এতোটা স্নেহ মমতা দেখাতে পারে তাহলে আমরা জীবশ্রেষ্ঠ মানুষ হয়েও কেন পারিনা!









