ভোলানাথের আশ্চর্য মন্দির, দিনে ৩ বার রং বদলায় শিবলিঙ্গ! – আমাদের আশেপাশে আমরা এমন বেশ কিছু মানুষ দেখে থাকি যাদের মধ্যে কেউ কেউ ঈশ্বরে অবিশ্বাসী আবার কেউ কেউ বিশ্বাস। কারো কারো বিশ্বাস নেই ঈশ্বরের প্রতি বিন্দুমাত্র। ঈশ্বরের কথা বললে প্রথমে





দেবাদিদেব মহাদেবের কথা মনে পড়ে। প্রচন্ড ধৈর্য শক্তি সম্পন্ন , শান্ত গুণবিশিষ্ট মহাদেব কে অনেকে “ভোলানাথ” বলে থাকে। কথায় আছে তিনি ভক্তদের অল্প ডাকে সাড়া দিয়ে থাকেন, কৃপা করে তাদের উপরে এই মহাবিশ্বে কোথায় বিরাজমান নেই মহাদেব ? । সর্বোচ্চ বিরাজ





করেন তিনি । কথায় আছে মহাদেব কে স্মরণ করার জন্য মিষ্টান্ন দরকার হয় না বিন্দুমাত্র জল দিলে মহাদেব সন্তুষ্ট হয়ে কৃপা করেন । কিন্তু এ এক আশ্চর্য ঘটনা । যেটি যা কে আপনি অবাক হবেন । তার পাশাপাশি হতভম্ব হবেন । গোটা দেশে অনেক সিন মন্দির আছে । প্রত্যেক





মন্দিরে ভক্তের সমাগম হয় । কোথাও বেশি ত কোথাও কম । কিন্তু এই মন্দিরে ভক্ত্যার সংখ্যা প্রতিদিন উপচে পরে । কারণ রাজস্থানের ধোলপুরে অবস্থিত অচলেশ্বর মন্দিরে অবস্থিত শিবলিঙ্গের রং দিনে তিনবার বদলায়। কিন্তু এর পেছনে আসল রহস্যটা কী, সেটি এখনও





অজানা। সেই অজানা তথ্য কে জানানর চেষ্টা করেন কিছু বিজ্ঞানী । কিন্তু তারাও ব্যথ হয় । প্রসঙ্গত সকালে শিবলিঙ্গের রং থাকে লাল। দুপুরে সেটি বদলে আবার গেরুয়া হয় এবং রাতে কালো রং ধারণ করে এটি। ভক্তদের বিশ্বাস, এই মন্দির দর্শন করার পর জীবনের অপূর্ণ ইচ্ছে পূরণ





হয়। জীবনে আসে শান্তি। কাজেই আপনিও যদি চান যে আপনার জীবনে শান্তি আসুক তাহলে একবার দেখে আসতে পারেন । এই ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসতেই শোরগোল পড়ে যায় । আরো বেড়ে যায় ভক্তের সংখ্যা ।









