Home / সংবাদ / ভীড় রাস্তায় দুর্দান্ত স্টাইলে উল্টো হাতে দুঃসাহসিক বাইক চালিয়ে তাক লাগিয়ে দিলেন বৃদ্ধ, ভিডিও ভাইরাল…

ভীড় রাস্তায় দুর্দান্ত স্টাইলে উল্টো হাতে দুঃসাহসিক বাইক চালিয়ে তাক লাগিয়ে দিলেন বৃদ্ধ, ভিডিও ভাইরাল…

ভীড় রাস্তায় দুর্দান্ত স্টাইলে উল্টো হাতে দুঃসাহসিক বাইক চালিয়ে তাক লাগিয়ে দিলেন বৃদ্ধ, ভিডিও ভাইরাল..বাচ্চা মেয়েকে কোলে নিয়ে বিছানায় বসে অন্য মুডে ধরা দিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় নেটিজেনদের মধ্যে।

এই মেয়েটা আসলে কে? কী বা সম্পর্ক শ্রাবন্তীর সঙ্গে এসব প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে সকলের মনে। ‌নেটিজেন থেকে তারকা সহকর্মী সকলেই। এমনকি অভিনেত্রী মিমি চক্রবর্তীও প্রকাশ্যে শ্রাবন্তীর কাছে জানতে চান ওই পুঁচকের পরিচয়। তাঁর উত্তরও দেন শ্রাবন্তী প্রকাশ্যে।

অভিনেত্রী জানান, তাঁর কোলে যে পুঁচকে মেয়েটা বসে আছে, সে হল তার বন্ধুর মেয়ে। এমনকি সেই মেয়েটার সঙ্গে পরিচয় করালেন সবার সঙ্গে। পরিচয় করানোর সময় আমাদের স্পষ্ট করে জানিয়ে দেন এই আমার কোলে বসে আছে আমার বন্ধুর মেয়ে ডোলু। নিজের ইনস্টাগ্রাম

অ্যাকাউন্টে সেই ছবি ও ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। যা শেয়ারের সঙ্গে সঙ্গেই বেশ ভাইরাল। কখনও কোলে নিয়ে কখনও আবার বিছানায় বসিয়ে খুদেকে নিয়ে আনন্দে মেতে আছেন তিনি। এদিকে রোশন সিং এর সঙ্গে তাঁর সম্পর্কের একটা টানাপোড়েন চলছে, যা নিয়েও

বেশ কৌতূহল অনুরাগীদের মনে। শ্রাবন্তীর সঙ্গে এক ছাদের তলায় থাকছেন না রোশন এমন কথাও প্রকাশ্যে এসেছে। যদিও তারা কী কারণে এক ছাদের তলায় থাকছেন না তাই কেউই স্পষ্ট করে জানাচ্ছেন না। তবে তাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়ার পর থেকে প্রায়শই সেস্টাস শেয়ার

করতে দেখা যায় তাদের। কেন তাদের এত ভালো সম্পর্ক টানাপোড়েনের মুখে তার নিয়ে প্রশ্ন সকলের মনে।সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা খুব সহজেই তারকাদের ব্যক্তিগত সম্পর্ক বা তাদের জীবনযাপনের টুকরো টুকরো ছবি আমাদের সামনে উঠে আসে। কিছু দিন আগে দেখা যায় শ্রাবন্তীর ছেলে ও তার গার্লফ্রেন্ডকে নিয়ে হ্যাপি নিউ ইয়ার উইশ করতে দেখা যায়।

About By Moni Sen

Check Also

বরকে পেছনে বসিয়ে নতুন বউ নিজেই স্কুটি চালিয়ে চলল শ্বশুরবাড়ি

বরকে পেছনে বসিয়ে নতুন বউ নিজেই স্কুটি চালিয়ে চলল শ্বশুরবাড়ি! সবর নেট দুনিয়া..

বরকে পেছনে বসিয়ে নতুন বউ নিজেই স্কুটি চালিয়ে চলল শ্বশুরবাড়ি – পরনে লাল-হলুদ বিয়ের বেনারসি। ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x