Home / সংবাদ / বিশাল বড় গ্রহাণু তীব্র গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে, নাসার সর্তকবার্তা
image: google

বিশাল বড় গ্রহাণু তীব্র গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে, নাসার সর্তকবার্তা

বিশাল বড় গ্রহাণু তীব্র গতিতে ধেয়ে আসছে পৃথিবীর দিকে, নাসার সর্তকবার্তা – ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিরাট এক গ্রহাণু। NASA জানিয়েছে, 2020 RK2 নামের একটি অ্যাস্টোরয়েড অত্যন্ত দ্রুতগতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷ আর চলতি মাসে অর্থাৎ অক্টোবরেই

পৃথিবীর কক্ষপথে প্রবেশ করবে৷ এটি ২৪০৪৬ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে পৃথিবীর দিকে এগিয়ে আসছে৷ এই বিশাল গ্রহাণুর ব্যাস ৩৬ থেকে ৮১ মিটার৷ পাশাপাশি এটা চওড়ায় ১১৮ থেকে ২৬৫ ফিট হতে পারে৷ এই গ্রহাণু পৃথিবীর একদম কাছ দিয়ে যেতে পারে। তাই বিজ্ঞানীরা কড়া

নজর রাখছেন। NASA এটাও জানিয়েছে, পৃথিবী থেকে এই অ্যাস্টোরয়েডকে দেখা যাবে না৷ তবে ইস্টার্ন জোনের সময়ের হিসেব অনুযায়ী দুপুর ১ টা ১২ মিনিটে , ব্রিটেনের সময় অনুযায়ি সন্ধ্যা ৬টা বেজে ১২ মিনিটে পৃথিবীর কান ঘেঁষে যাবে এই গ্রহাণু৷ আর এই গ্রহাণুটি মারাত্মক

গতিতে পৃথিবীর ২,৩৭৮, ৪৮২ মাইল দূর থেকে বেরিয়ে যাবে। বিজ্ঞানীরা এই গ্রহাণু ছাড়াও আগামী দিনে আর কি কি গ্রহাণু আসতে পারে, তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ২০২০ থেকে ২০২৫ -র মধ্যে 2018 VP1 পৃথিবীর সবচেয়ে কাছ দিয়ে যাবে। এছাড়া ১৭৭ ফুট

Asteroid 2005 ED224 ২০২৩ থেকে ২০২৪-র মধ্যে পৃথিবীর কাছ দিয়ে যাবে৷ নাসার মতে, সামনের ১০০ বছরে অন্তত ২২ টি মহাজাগতিক পিণ্ডের সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা থেকে যাচ্ছে।

আবারও কমে গেল সোনার দাম
একেবারে দোড়গোড়ায় এসে কড়া নাড়ছে পুজো। পুজোর সময় সোনাপ্রেমীদের মুখ যাতে ভার না থাকে তার জন্য প্রায় রোজই নিম্নমুখী থাকছে সোনার দর। বুধবারও অনেকটাই কম সোনার দাম। করোনা আবহে লকডাউনের শুরুর দিকে প্রচন্ড পরিমানে বেড়ে গিয়েছিল সোনার দাম।

সোনার অতিরিক্ত দামে কপালে চিন্তার ভাঁজ পড়ে ছিল ক্রেতাদের। কিভাবে সম্ভব সোনা কেনা সেই চিন্তায় রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছিল অনেকের। তবে বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী সোনার দর। আর সেই রীতি বজায় রেখে বুধবার অনেকটা কমলো সোনার দর।একেবারে দোড়গোড়ায় এসে কড়া নাড়ছে পুজো। পুজোর সময় সোনাপ্রেমীদের মুখ যাতে ভার না থাকে তার জন্য প্রায় রোজই নিম্নমুখী থাকছে সোনার

দর। বুধবারও অনেকটাই কম সোনার দাম। করোনা আবহে লকডাউনের শুরুর দিকে প্রচন্ড পরিমানে বেড়ে গিয়েছিল সোনার দাম। সোনার অতিরিক্ত দামে কপালে চিন্তার ভাঁজ পড়ে ছিল ক্রেতাদের। কিভাবে সম্ভব সোনা কেনা সেই চিন্তায় রাতের ঘুম ওড়ার জোগাড় হয়েছিল অনেকের। তবে বেশ কয়েকদিন ধরেই নিম্নমুখী সোনার দর। আর সেই রীতি বজায় রেখে বুধবার অনেকটা কমলো সোনার দর।

Check Also

ভয়া’নক ভূমিকম্পে কেঁপে উঠবে কলকাতা! যে ৫টি এলাকা ডেঞ্জারজোনে রয়েছে

ভয়া’নক ভূমিকম্পে কেঁপে উঠবে কলকাতা! যে ৫টি এলাকা ডেঞ্জারজোনে রয়েছে – ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠবে ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!