বাবার সম্পত্তিতে কত অংশ অধিকার পাবে মেয়েরা? চূড়ান্ত রায় দিল সুপ্রিম কোর্ট – বড় রায় সুপ্রিম কোর্টের। আর বঞ্চিত নয় মেয়েরা। এবার থেকে পৈতৃক সম্পত্তির উপর সমান অধিকার মেয়েদেরও। মঙ্গলবার সুপ্রিম কোর্ট বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের তিন





সদস্যের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ রায় দেয়। এই গুরুত্বপূর্ণ রায়ে জানানো হয়েছে, হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইন ২০০৫ কার্যকর হওয়ার আগেই সম্পত্তির মালিক মারা গেলেও পিতামাতার সম্পত্তির উপর অধিকার থাকবে মেয়ের। এদিন বিচারপতি অরুণ মিশ্র মামলার রায়





দিতে গিয়ে জানান, ‘পিতামাতার সম্পত্তিতে পুত্রদের সমান অধিকার পাবে মেয়েরাও। এজমালি সম্পত্তির মালিক বেঁচে থাকুক আর না থাকুক, সম্পত্তির উপর মেয়ের সারাজীবন অধিকার থাকে ‘। মূলত, এই আইনটি সংশোধন করা হয়েছে আইনী ব্যবস্থায় লিঙ্গ বৈষম্য দূর করতে। জানা





যাচ্ছে, ‘মিতাক্ষর আইন দ্বারা পরিচালিত একটি যৌথ হিন্দু পরিবারে, জন্মের সাথে সাথে তার নিজের অধিকার পাবে একজন ইজমালি সম্পত্তির মালিক কন্যা। একজন ছেলে যেরকম সম্পত্তির অধিকার পায় সে রকমই সম্পত্তির সমান অধিকার পাবে মেয়েরাও একজন ছেলের জন্য যত





খানি সম্পত্তি বরাদ্দ থাকবে সে সমান সম্পত্তি পাবে মেয়েও। বেঞ্চ জানিয়েছে, কন্যাসন্তানের জন্মের তারিখ নির্বিশেষে উক্ত সংশোধনটি ৯ সেপ্টেম্বর ২০০৫ অবধি জীবিত সম্পত্তির মালিকের জীবিত কন্যাদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। উল্লেখ্য,২০০৫ পিতামাতার সম্পত্তিতে মেয়েদের





সমান অধিকার দিয়েছে হিন্দু উত্তরাধিকার (সংশোধনী) আইন। হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইন, ২০০৫-এর পূর্বের কোন ঘটনার ক্ষেত্রে প্রভাব থাকবে কিনা তা নিয়ে একাধিক আপিল শুনানির সময় বেঞ্চ এই রায় দেন।









