বাচ্চাদের রামায়ণ-মহাভারতের শিক্ষা দেওয়ার পরম্পরা প্রথা আবার চালু করতে হবে – উপরাষ্ট্রপতি, ভেঙ্কাইয়া নাইডু – ভারতে যত মহাপুরুষ জন্ম নিয়েছেন তারা প্রত্যেকে রামায়ণ ও মহাভারত দ্বারা প্রভাবিত ছিলেন। ছত্রপতি শিবাজি মহারাজ থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম





বসু সকলের জীবন গাঁথাতে বার বার এর প্রমান মেলে। বলা হয়, রামায়ণ মহাভারত ভারতীয় সংস্কৃতির এমন অধ্যায় যা যে কারোর জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। তবে বর্তমানে পরিস্থিতি এমন যে রামায়ণ মহাভারত পড়া বাচ্চাদের রামায়ণ মহাভারতের শিক্ষা দেওয়ার পরম্পরা





আবার চালু করতে হবে: ভেঙ্কাইয়া নাইডু, উপরাষ্ট্রপতি ভারতে যত মহাপুরুষ জন্ম নিয়েছেন তারা প্রত্যেকে রামায়ণ ও মহাভারত দ্বারা প্রভাবিত ছিলেন। ছত্রপতি শিবাজি মহারাজ থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু, ক্ষুদিরাম বসু সকলের জীবন গাঁথাতে বার বার এর প্রমান মেলে। বলা হয়,





রামায়ণ মহাভারত ভারতীয় সংস্কৃতির এমন অধ্যায় যা যে কারোর জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে। তবে বর্তমানে পরিস্থিতি এমন যে রামায়ণ মহাভারত পড়া তো দূর সেই নিয়ে আলোচনা করতেও মানুষ ভুলে গেছে।দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু এ বিষয়ে বড়ো মন্তব্য





করেছেন। ভেঙ্কাইয়া নাইডু বলেছেন রামায়ণ মহাভারত চর্চার পুরানো সংস্কৃতিকে পুনর্জীবিত করতে হবে। উনি বলেছেন, আগে ঘুমাবার সময় বাড়ির গুরুজনেরা ছেলে মেয়েদের রামায়ণ মহাভারতের নানা খন্ড শোনাতো। তবে এখন সেই কালচার বিলুপ্তির পথে, আমাদের আবার তা





পুনরুদ্ধার করতে হবে। ভেঙ্কাইয়া নাইডু টুইট করে লিখেছেন, আমরা শৈশবে রামায়ণ মহাভারতের গল্প শুনে ঘুমাতাম। এই পরম্পরা এখন হারিয়ে যাচ্ছে। আমাদের আবার তা ফিরিয়ে আনার চেস্টা করতে হবে। এই সমস্ত গল্প শিশুদের নৈতিক বিকাশের জন্য খুবই প্রয়জন।ভেঙ্কাইয়া





নাইডু আরেক টুইট করে লিখেছেন, ভগবান শ্রী রাম মহান শাসক ছিলেন। যিনি ভালো শাসন ব্যাবস্থা চালানোর একটা আদর্শ উদাহরণ তৈরি করেছিলেন। প্রসঙ্গত জানিয়ে দি, তামিলনাড়ুতে প্রচলিত কম্বো রামায়ণে ভগবান রামের শাসন ব্যবস্থা সম্পর্কে দারুন চর্চা রয়েছে।









