ফের করোনায় মৃ’ত্যু জনপ্রিয় অভিনেত্রীর, শোকের ছায়া বলিউডে! – বলিউড ইন্ডাস্ট্রি সারা জীবন মনে রাখবে এই বছর টিকে। দীর্ঘ কয়েক শতকে যা হয়নি তা হয়ে গেল এক বছরে। একের পর এক তারকা হারিয়ে গেল বলিউড থেকে। কাউকে ধরে রাখা গেল না হাজার চেষ্টা করে।





রোজ কলাকুশলীদের মনে হয় আর যেন কোন খারাপ খবর না শুনতে হয় তাদের। কিন্তু সে গু’ড়ে বালি। প্রতিদিন খবরের পাতায় উঠে আসছে কোনো না কোনো মৃ’ত্যু সংবাদ। ইয়ে রিস্তা কেয়া কেহেলা তাহে, সিরিয়ালের জনপ্রিয় অ’ভিনেত্রী ছিলেন দিবিয়া ভাট নগর। বেশ কিছুদিন





ধরেই তিনি করণা আ’ক্রা’ন্ত ছিলেন। আমর’া সকলেই জানি যে চলতি বছরে বহু মানুষ মা’রা গেছেন করণা আ’ক্রা’ন্ত হয়ে। বহু মানুষ লড়াই করছেন এই মহা’মা’রী স’ঙ্গে। তাদের মধ্যেই নাম ছিল এই অ’ভিনেত্রীর।





কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, পরিকল্পনা মতোই যদি সমস্ত কিছু ফলপ্রসূ হয় তবে জুলাইয়ের মধ্যেই ভ্যাকসিনের প্রথম ভাগ হাতে পেয়ে যাবে কেন্দ্র ৷প্রথম ধাপে ২৫ থেকে ৩০ কোটি মানুষকে দেওয়ার জন্য আসবে ৪০-৫০ কোটি ডোজ ৷ সূত্রের খবর, গুরুত্ব সহকারে জরুরি ভিত্তিতে যে ৩০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে তার জন্য সরাসরি ভ্যাকসিন কিনবে কেন্দ্র ৷ এর জন্য সমস্ত উদ্যোগ





নেবে কেন্দ্র সরকারই ৷ রাজ্য সরকারগুলির এর জন্য আলাদা করে কোনও পরিকল্পনা করার দরকার নেই তাও স্পষ্ট করেছে কেন্দ্র ৷ সূত্রের খবর, গুরুত্ব সহকারে জরুরি ভিত্তিতে যে ৩০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে তার জন্য সরাসরি ভ্যাকসিন কিনবে কেন্দ্র ৷ এর জন্য সমস্ত উদ্যোগ নেবে কেন্দ্র সরকারই ৷ রাজ্য সরকারগুলির এর জন্য আলাদা করে কোনও পরিকল্পনা করার দরকার নেই তাও স্পষ্ট





করেছে কেন্দ্র ৷ সূত্রের খবর, গুরুত্ব সহকারে জরুরি ভিত্তিতে যে ৩০ কোটি মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে তার জন্য সরাসরি ভ্যাকসিন কিনবে কেন্দ্র ৷ এর জন্য সমস্ত উদ্যোগ নেবে কেন্দ্র সরকারই ৷ রাজ্য সরকারগুলির এর জন্য আলাদা করে কোনও পরিকল্পনা করার দরকার নেই তাও স্পষ্ট করেছে কেন্দ্র ৷









