ফের এক ধাক্কায় কমলো ডিমের দাম, বার্ড ফ্লু তে নাজেহাল গোটা দেশ! – ব্যাপকহারে কমলো ডিমের দাম । তবে ডিমের দাম কমার পেছনে স্বাভাবিক কোন কারণ নেই । বরং দেখা দেখা দিয়েছে বার্ড ফ্লু মতন ঘটনা।বেশ কয়েক বছর আগে যখন বার্ড-ফ্লু হয়েছিল তখন










ব্যাপক হারে কমে গিয়েছিল মুরগি এবং ডিমের দাম।ফেরার একবার তেমনই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ভারতবর্ষে ।সাতটি রাজ্যে মূলত এর প্রভাব দেখা গেছে । যার ফলে ব্যাপক হারে কমে গেছে ডিমের দাম।আমরা দেখেছিলাম লকডাউনের প্রথম প্রথম দিকে সোশ্যাল মিডিয়াতে গুজব





রটানো হয়েছিল যে মুরগির মধ্যে করোনাভাইরাস প্রভাব ফেলেছে । যার ফলে ব্যবসায়ীদের মাথায় চিন্তার ভাঁজ পড়ে ছিল । রাস্তার দু’ধারে পড়েছিল অসংখ্য মরা মুরগি । কিন্তু সেটি যে শুধুমাত্র গুজব ছিল তা পরবর্তীকালে প্রমাণিত হয় ।এমনকি তার এই গুজবের জন্য বহু ব্যবসায়ী





অনেক ক্ষতির মুখোমুখি হয়েছেন । কিন্তু এবার সত্যিই বার্ড ফ্লু এসে উপস্থিত হয়েছে।হরিয়ানার সবথেকে বড় ডিমের মান্ডিতে পড়েছে তার প্রভাব । হরিয়ানা সেই ডিম উৎপাদন মান্ডিতে প্রতিদিন গড়ে ১.২৫ থেকে ১.৫ কোটি ডিম উৎপন্ন হতো এবং যেখানে ১০০ টি ডিম ৫৫০





টাকায় বিক্রি হতো এখন সেই ডিম বিক্রি হচ্ছে ৩০০ টাকায় । ব্যাপক হারে কমে গেছে মুরগির দাম ।সোশ্যাল মিডিয়াতে জানানো হচ্ছিল যে হরিয়ানার মুরগিরা বার্ড ফ্লু এর কারণে মারা যাচ্ছে । তাই এই ধরনের ঘটনা ঘটেছে । বিশেষজ্ঞরা জানিয়েছেন মূলত পরিযায়ী পাখি এর জন্য





এই ধরনের ঘটনা হয়ে থাকে এ।বং এবারও তো অন্যতা হলো না । কিছু পরিযায়ী পাখি এর জন্য এই ভাইরাস তাদের শরীরে বাসা বেঁধেছে । কিন্তু তার থেকেও বড় বিষয় হলো কাকের মধ্যে দেখা গেছে এই ভাইরাসের লক্ষণ । ফলে দুশ্চিন্তার মুখোমুখি অনেককে । যদিও কেন্দ্রে তরফ থেকে প্রতিহত করার জন্য নির্দিষ্ট নিয়ম মেনে চলার কথা বলা হচ্ছে । সূত্র: জিনিউজ









