ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ালো SBI, গ্রাহকদের জন্য বিশাল সুখরব! – দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) নতুন বছরের শুরুতেই তাদের গ্রাহকদের জন্য কিছুটা হলেও স্বস্তি দিলো। কয়েকটি ক্ষেত্রে এই ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়িয়েছে। নতুন সুদের হার কার্যকর





হতে শুরু হয়েছে জানুয়ারি মাসের ৮ তারিখ থেকে। দু’কোটি টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে নতুন সুদের হার কার্যকর হবে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, নতুন করে ফিক্সড ডিপোজিটে টাকা জমা করা অথবা ফিক্সড ডিপোজিট নবীকরণ করার





ক্ষেত্রে এই নতুন সুদের হার কার্যকর হবে। গত বছর সেপ্টেম্বর মাসের ১০ তারিখ ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার পরিবর্তন করেছিল SBI। ৮ জানুয়ারি থেকে নতুন সুদের হার ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন সুদ পাওয়া যাবে ২.৯ শতাংশ। আগে ছিল ২.৯ শতাংশ। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন সুদ পাওয়া যাবে ৩.৯ শতাংশ। আগে ছিল ৩.৯ শতাংশ।





২১১ দিন থেকে এক বছরের কম দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন সুদ পাওয়া যাবে ৪.৪ শতাংশ। আগে ছিল ৪.৪ শতাংশ। ১ বছর থেকে দু’বছরের কম দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন সুদ পাওয়া যাবে ৫ শতাংশ। আগে ছিল ৪.৯ শতাংশ। দু’বছর থেকে তিন বছরের কম দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন সুদ পাওয়া যাবে ৫.১ শতাংশ। আগে ছিল ৫.১ শতাংশ। তিন বছর থেকে পাঁচ বছরের





কম দিনের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন সুদ পাওয়া যাবে ৫.৩ শতাংশ। আগে ছিল ৫.৩ শতাংশ। পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে এখন সুদ পাওয়া যাবে ৫.৪ শতাংশ। আগে ছিল ৫.৪ শতাংশ। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৭ দিন থেকে ৪৫ দিনের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৩.৪ শতাংশ। ৪৬ দিন থেকে ১৭৯ দিনের ফিক্সড ডিপোজিটে প্রবীণ





নাগরিকরা সুদ পাবেন ৪.৪ শতাংশ। ১৮০ দিন থেকে ২১০ দিনের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৪.৯ শতাংশ। ২১১ দিন থেকে এক বছরের কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৪.৯ শতাংশ। এক বছর থেকে দু’বছরের কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৫.৫ শতাংশ। দু’বছর থেকে তিন বছরের কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৫.৬ শতাংশ।





তিন বছর থেকে পাঁচ বছরের কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৫.৮ শতাংশ। পাঁচ বছর থেকে ১০ বছর পর্যন্ত ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা সুদ পাবেন ৬.২ শতাংশ।









