“তুইও বিক্রি হয়ে গেলি”- সায়নীকে উদ্দেশ্য যা বলরেন শ্রীলেখা- হুগলির সাহাগঞ্জে তৃণমূলের জনসভায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বুধবার ঘাসফুল শিবিরে যোগ দিলেন একঝাঁক টলি তারকা। সেই তালিকায় যে কয়জনের নাম রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে সবচেয়ে





উল্লেখযোগ্য সায়নী ঘোষ। সাম্প্রতিক সময়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থেকেছেন সায়নী। বিজেপি নেতাদের সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ায় বাকযুদ্ধ থেকে মুকুল রায়কে জন্মদিনের শুভেচ্ছা জানানো। যশ দাশগুপ্তর পাশাপাশি সায়নীরও বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়েছিল… তবে সকলকে





চমকে দিয়ে এদিন তৃণমূলে যোগ দিলেন বামমনস্ক হিসাবেই পরিচিত সায়নী। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসেই রাজ্য সরকারের বিরুদ্ধে পথে নেমেছিলেন সায়নী। অনীক দত্তের ‘ভবিষ্যতের ভূত’-এর রিলিজ নিয়ে জটিলতা দেখা যাওয়ায় প্রকাশ্য সভা থেকে রাজ্যের শাসক দলকে





আ্ক্র;মণ শানিয়েছিলেন সায়নী। তবে দু-বছরের ব্যাবধানে বদলে গেল সব হিসেব-নিকেশ! আজ নিজেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন সায়নী। গোটা ঘটনায় হতাশ শ্রীলেখা মিত্র। তিনিও বামমনস্ক হিসাবেই পরিচিত। এদিন ফেসবুকের দেওয়ালে হতাশার সুরে শ্রীলেখা লেখেন, ‘এটা





আশা করিনি। সায়নী তুইও বিক্রি হয়ে গেলি? খেলতে নামলি? খুব দুর্ভাগ্যজনক’।ভারতের বিধান সভা নির্বাচনকে সামনে রেখে ঘটা করে যোগ দিচ্ছেন রাজনীতিতে। বুধবার





সায়নী ঘোষসহ একদল টলিউড তারকা যোগ দিয়েছেন মমতা বন্দোপধ্যায়ের তৃণমূলে। এ নিয়ে অভিনেত্রী সায়নী ঘোষকে কটাক্ষ ক’রেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সায়নীর তৃণমূলে যোগ দেওয়ার খবরের লিঙ্ক ফেসবুকে শেয়ার করে শ্রীলেখা লি’খেছেন, `এটা আশা করিনি সায়নী,





তুইও বিক্রি হয়ে গেলি, খেলতে নেমে গেলি? খুবই দুঃখজ’নক।`বুধবার হুগলী জে’লার ডানলপের মাঠে সভা করেন মমতা ব্যানার্জি। সেই মঞ্চ থেকেই সায়নী ঘোষ তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সায়নীর পাশাপাশি অভিনেত্রী জুন মালিয়া, সুদেষ্ণা ঘোষ, মানালি দে এদিন তৃণমূলে যোগদান করেন।









