ছবির প্রথমে লাল বৃত্তের তিনটা নেকড়ে হলো সবচেয়ে বয়ষ্ক, অসুস্থ, দুর্বল। কিন্তু তাদের অভিজ্ঞতা বেশী। তাদের সামনে দেয়া হয়েছে কারন তাদের গতি অনুযায়ী বাকি দল চলবে। তাদের ঠিক পিছনের হলুদ দাগের পাঁচজন যারা দলের সবচেয়ে শক্তিশালী এবং যোদ্ধা নেকড়ে। তাদের





কাজ অগ্রবর্তী দলকে সাপোর্ট দেয়া এবং যেকোন আক্রমণ এলে সামাল দেয়া। তাদের ঠিক পিছনে,নবীন আর কম শক্তিশালীরা থাকে। কিন্তু মাঝের দলটাই সবচাইতে সুরক্ষিত । কারণ, তাদের পিছনে সবুজ চিহ্নিত দলটাও খুব শক্তিশালী এবং যোদ্ধা নেকড়েরা। তাদের কাজ পিছন





থেকে কোন আক্রমণ এলে প্রতিরক্ষা দেয়া। তাদের পিছনে নীল চিহ্নিত একাকী নেকড়েটাই দলনেতা। সবার পিছনে সে আসছে। তার দায়িত্ব হলো কেউ পিছনে পড়ে যাচ্ছে কিনা, কারো কোন সমস্যা হচ্ছে কিনা তা খেয়াল রাখা। সেই হচ্ছে দলনেতা (লিডার)। নেতাদের সবসময়





সামনেই থাকতে হবে এমন নয়, প্রয়োজনে সবার পেছনেও যেতে হয়। লিডারশীপ ব্যাপারটা এমনই। তাই আপনি সব সময় চাইবেন সামনে থেকে নেতৃত্ব দেওয়ার।





এই পস্টের সাথে আমি আমার পাহাড় সামিট/ ট্রেকিং ট্রীপের অনেক মিল পাই। আমরা যখন পাহাড়ে যাই, আমাদের ট্রেকিং মেথডটাও কিছুটা এমনই থাকে, প্রথমে বিচক্ষণ গাইড, তারপর দলের অভিজ্ঞ সদস্যদের সাথে নতুন সদস্যরা, এবং শেষে দলনেতা বা অভিজ্ঞ সদস্য । এতে





করে দলের মধ্যে একতা সৃষ্টি হয়, সকলের মাঝে খুব সহযোগীতাপূর্ণ মনোভাব তৈরী হয়, পাশাপাশি সবার আত্মবিশ্বাস দৃঢ় হয়। কেউ পিছিয়ে পরার সম্ভাবনা থাকে নাহ, সময় ও পরিস্থিতি উপযোগী সিদ্ধান্ত নেয়া যায় সকলের সুরক্ষা নিশ্চিত করে।









