চাকরি বা ব্যবসা শুরুর আগেই আপনার সন্তান হয়ে যেতে পারে কোটিপতি টাকার মালিক! – আপনি কি চান যে আপনার সন্তান ১৮ বছর হবার আগেই কোটিপতি হয়ে উঠুক? জীবনকে সুন্দর স্বাভাবিকভাবেই নিয়ে যেতে গেলে বাকি সমস্ত কিছুর সাথে যে জিনিস টি থাকা দরকার





সেটি হলো টাকা পয়সা । কারণ জীবনে বাকি সমস্ত কিছু থাকলেও যেটির জন্য আটকে যেতে পারে দৈনন্দিন জীবন সেটি হলো টাকাপয়সা তাই অনেক বাবা মা আগে থেকে পরিকল্পনা করে রাখেন তাঁর সন্তানদের জন্য । যাতে বয়স হয়ে গেলে সন্তানদেরকে টাকা পয়সা নিয়ে কোন





কিছু ভাবতে না হয় । তার জন্য আগে থেকেই বাবা-মায়েরা সন্তানের প্রতি যত্নশীল হয়ে থাকেন । আমরা সাধারণত কোন কিছু বিনিয়োগের জন্য মিউচুয়াল ফান্ড কে প্রথমত বেছে নি । কারণ মিউচুয়াল ফান্ডে প্রতিমাসে কিছু পরিমাণ টাকা জমা রাখলে একটি নির্দিষ্ট সময় পর সেটি





বড় অঙ্কের টাকা হিসেবে ফেরত আসে । এবার থেকে আপনি শুধুমাত্র আপনার নিজের নামে বা আপনার মা বাবার নামে মিউচুয়াল ফান্ড রাখতে পারেন এমনটা কিন্তু নয় । তার পাশাপাশি রাখতে পারেন আপনার সন্তানের নামে । ১৮ বছর পূর্ণ হতেই সেই সন্তান পেয়ে যাবে।





মিউচুয়াল ফান্ডের সমস্ত টাকা । হয়ে যেতে পারে সেখান থেকে কোটিপতি । কিভাবে জানাবো আপনাদের বিস্তারিত । SIP-র মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করা এখন সবচেয়ে বেশি জনপ্রিয় ৷ এসআইপি প্ল্যানে বাচ্চার নামে ইনভেস্ট করা সবচেয়ে বেশি লাভজনক ৷ তবে





সন্তানের ১৮ বছর হয়ে গেলে আর এখানে ইনভেস্ট করা যাবেনা ৷ ১৮ বছর পূর্ণ হতেই একটি প্রক্রিয়ার পর সমস্ত টাকা সন্তানের নামে হয়ে যাবে৷বাচ্চাদের নামে সিঙ্গল ভাবে মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করে দেওয়া যেতে পারে ৷ এখানে অভিভাবকদের নাম থাকা জরুরি ৷





বাচ্চার বার্থ সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক ৷ বাচ্চার নামে পাসপোর্ট থাকলে সেটিও বৈধ হিসেবে ধরা হবে ৷ এর সঙ্গে বাচ্চা বাবার স্বাক্ষর লাগবে ৷ আপনি যদি চান যে ১৮ বছর হতেই আপনার সন্তান কোটিপতি হয়ে যায় তাহলে জন্মের সময় থেকেই প্রতি মাসে ৫০০০ টাকা





মিউচ্যুয়াল ফান্ডে ইনভেস্ট করতে শুরু করুন ৷ প্রতি বছর এই ইনভেস্টমেন্ট ১৫ শতাংশ বাড়িয়ে দিন ৷ ১২ শতাংশের হিসেবেও যদি প্রতি মাসে রিটার্ন পাওয়া যায় তাহলে ১৮ বছর ‘হতেই আপনার সন্তান কোটিপতি ৷ অতএব আপনি যদি চান যে আপনার সন্তান চাকরি পাবার আগেই
কোটিপতি হয়ে উঠুক তাহলে এই ধরনের মিউচুয়াল ফান্ডে অবশ্যই সময় থাকতে বিনিয়োগ শুরু করে দিন ।









