Thursday , October 22 2020
Home / সংবাদ / ঘূর্ণিঝড় ‘‌বিটা’ ১৫০ কিমি‌ বেগে ধেয়ে আসছে
image: google

ঘূর্ণিঝড় ‘‌বিটা’ ১৫০ কিমি‌ বেগে ধেয়ে আসছে

বুধবারের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় বিটা’‌র। তার আগে উপকূল জুড়ে শুরু হয়েছে ভ’য়ানক বৃষ্টি। সমুদ্রে ঢেউ উঠেছে প্রায় ৪ থেকে ৫ ফুট উঁচু। ভেসে যাচ্ছে শহর। টেক্সাস ও লিউসিনিয়ায় এই ঝড়ের প্রধান প্রভাব পড়তে পারে। মা’র্কিন উপকূল ভেসে

যেতে পারে এই ধড়ের দাপটে। ইতিমধ্যে ঝড়ের দাপট এই এলাকার মানুষ বুঝতে শুরু করেছেন। বিশাল মাপের এই ঝড়ের কারণে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে প্রভাব পড়তে পারে ১ কোটি মানুষের ওপর। সেই কারণে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে। আমেরিকার হ্যারিকেন

সেন্টারের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সেই হ্যারিকেন সেন্টারই জানিয়েছে, বিটা টেক্সাসের দক্ষিণ উপকূলে সোমবার আছড়ে পড়তে পারে। তার গতিবেগ থাকতে পারে ১৫০ কিলোমিটারের বেশি। এই দানবিক ঝড়ের প্রভাব থেকে বাঁচাতে ইতিমধ্যে অসংখ্য

মানুষকে নিরাপ’দ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগেই হ্যারিকেন লরা এই উপকূলেই আছড়ে পড়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ধেয়ে আসছে নতুন ঝড়।

বুধবারের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় বিটা’‌র। তার আগে উপকূল জুড়ে শুরু হয়েছে ভ’য়ানক বৃষ্টি। সমুদ্রে ঢেউ উঠেছে প্রায় ৪ থেকে ৫ ফুট উঁচু। ভেসে যাচ্ছে শহর। টেক্সাস ও লিউসিনিয়ায় এই ঝড়ের প্রধান প্রভাব পড়তে পারে। মা’র্কিন উপকূল ভেসে যেতে পারে এই ধড়ের দাপটে। ইতিমধ্যে ঝড়ের দাপট এই এলাকার মানুষ বুঝতে শুরু করেছেন। বিশাল মাপের এই ঝড়ের কারণে প্রত্যক্ষ বা

পরোক্ষ ভাবে প্রভাব পড়তে পারে ১ কোটি মানুষের ওপর। সেই কারণে সরকার ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে। আমেরিকার হ্যারিকেন সেন্টারের পক্ষ থেকে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। সেই হ্যারিকেন সেন্টারই জানিয়েছে, বিটা টেক্সাসের দক্ষিণ উপকূলে সোমবার আছড়ে পড়তে পারে। তার গতিবেগ থাকতে পারে ১৫০ কিলোমিটারের বেশি।

এই দানবিক ঝড়ের প্রভাব থেকে বাঁচাতে ইতিমধ্যে অসংখ্য মানুষকে নিরাপ’দ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকদিন আগেই হ্যারিকেন লরা এই উপকূলেই আছড়ে পড়েছিল। সেই ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতেই ধেয়ে আসছে নতুন ঝড়।

Check Also

পুজোর আনন্দে জল ঢালতে আসছে প্রবল ঝড়-বৃষ্টি

পুজোর আনন্দে জল ঢালতে আসছে প্রবল ঝড়-বৃষ্টি – চতুর্থীতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে, যার ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!