কেন রাতের বেলায় ময়নাতদন্ত করা হয় না জেনে নিন – কোনো অস্বাভাবিক মৃ’ত্যুর ক্ষেত্রে মৃ’তদেহকে ম’য়নাত’দন্ত করা হয়। কিংবা কোনো দু’র্ঘটনা ঘটলে বা আ’ত্মঘা’তী হলে সেই ক্ষেত্রেও ম’য়নাতদ’ন্তের রিপোর্টের ওপর ভরসা করেন চিকিত্সকরা। আমরা সকলেই জানি





ম’য়নাত’দন্তের মাধ্যমে শারীরিক পরীক্ষা-নিরিক্ষার দ্বারা নিশ্চিত হওয়া যায় ঠিক কি কারণে ব্যক্তির মৃ’ত্যু ঘটেছে। সাধারণত, মৃ’ত্যুর ছয় থেকে দশঘন্টার ভিতরে ম’য়নাত’দন্ত করা হয়। তানাহলে মৃ’তদে’হের শরীরের পরিবর্তন আসতে শুরু করে। কিন্তু অনেকসময় ফর্মালিটিস





পূরণ করতে গিয়ে সময় একটু হেরফেরও হয়। কারণ যদি বিকেলে কেউ মা’রা যায় তাহলে পরের দিন সকালে পো’স্টম’র্টেম করা হয়। কিন্তু রাতে হয় না। তবে কেন তার কারণ জানি না। তবে আসুন দেখে নেওয়া যাক ডাক্তাররা রাতের বেলায় কেন পো’স্টম’র্টেম করেন না। আসলে





রাতের আলো মানে কৃত্রিম আলো। হ্যাঁ প্রাকৃতিক আলো আছে সেটা চাঁদের আলো। যার সাহায্যে পো’স্টম’র্টেম কেন কোনো কাজ সুষ্ঠ ভাবে করা অসম্ভব। তাই কৃত্রিম আলোর শরনাপন্ন হতে হবে। কিন্তু কৃত্রিম আলোয় মৃ’ত ব্যক্তির চোটগুলির রং বদলে যায়। পাশাপাশি, টিউবলাইট বা





এলইডি লাইট চোটের রং লাল এর জায়গায় বেগুনি দেখায়। ফরেন্সিক সাইন্সে বেগুনি চোটের কোনো উল্লেখ নেই। তাই চোটের রং বেগুনি লিখলে তা আদালতে গ্রাহ্য নাও হতে পারে। আবার অন্যদিকে যদি ধর্মীয় বিষয়টিকে দেখা হয় তাহলে বিভিন্ন ধর্মের অন্তেষ্টিক্রিয়ার বিভিন্ন সময়





দেওয়া রয়েছে। তাই কিছু ধর্মে রাতের বেলায় অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করার অধিকার দেয়া হয়নি। তাই ধর্ম ও বিজ্ঞান দুটোকে প্রাধান্য দিয়ে রাতের বেলায় পো’স্টম’র্টেম করা হয় না।









