এ যুগের বিদ্যাসাগর; রাস্তার ধারে মায়ের পাশে বসে পড়াশোনা করছে শিশু – বিদ্যাসাগর যিনি কলকাতা যেতে যেতে মাইলস্টনে সংখ্যা দেখে ইংরেজি সংখ্যা শিখেছিলেন, অভাবের তাড়নায় ল্যাম্পপোস্টের আলোর নিচে বসে পড়াশোনা করেছিলেন। যিনি প্রমাণ করেছিলেন ইচ্ছাশক্তি





থাকলে সমস্ত কিছুই সম্ভব। জানার আগ্রহ, পড়াশোনার ইচ্ছা অপেক্ষা করে না কোনো অনুমতির কোনো বাধার। প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে দেয় অদম্য ইচ্ছাশক্তি। এরকম নিদর্শন মিললো সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে





এক মহিলা একটি ওজন করার যন্ত্র নিয়ে বসে রয়েছে। পাশে একটি প্ল্যাকার্ড রাখা হয়েছে যেখানে লেখা আছে “এখানে ওজন মাপা হয় আপনি আপনার ইচ্ছে মত পয়সা দিতে পারেন।” তবে এই ছবির মূল বিশেষত্ব হলো এক কিশোরী। ওই মহিলার পাশেই বসে রয়েছেন তার মেয়ে।





রাস্তায় মাঝেই একমনে পড়াশোনা করে চলেছে সে। মাকে জীবিকা নির্বাহের জন্য পথে থাকতে হলেও মেয়ে পড়াশোনা বন্ধ করেনি। প্রখর তাপ হোক বা মেঘলা ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে সমস্যা। 17 ই সেপ্টেম্বর এই ছবিটি প্রকাশিত হয়েছে। 2009 সালের ছত্রিশগড় ব্যাচের এক





আইএএস অফিসার অবনীশ সরন নিজের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকে এই ছবি প্রকাশ করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যতই প্রচুর মানুষ কমেন্ট করেছেন প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই লিখেছেন এইরকম কর্মঠ মানুষদের জিত একদিন নিশ্চয়ই হবে। কিশোরীটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য কামনা করেছেন নেটিজেনরা।









