এখন থেকে যে কেউ খুলতে পারবে EPFO অ্যাকাউন্ট! কেন্দ্র সরকারের বড় ঘোষণা- দেশ জুড়ে করোনা মহামারীর মধ্যে আবারও এক বড় সিদ্ধান্ত নিলেন মোদি সরকার এবং জানিয়ে দিলেন এবার থেকে কেবল চাকরিজীবীরাই নয় বরং যে কেও খুলতে পারবেন EPFO অ্যাকাউন্ট,





আর এর ফলে যে অনেক সাধারণ মানুষ উপকৃত হতে চলেছেন তা বলাই বাহুল্য। তার পাশাপাশি এক্ষেত্রে সামাজিক এবং আর্থিক দিক থেকে নিরাপত্তা পাবেন অসংখ্য স্বনিযুক্ত মানুষ, আর এবার থেকে এই সুবিধার লাভ উঠাতে পারবেন ডাক্তার আইনজীবী থেকে শুরু করে সমস্ত রকমের ক্ষুদ্র ব্যবসায়ীরাও। দেশজুড়ে এই মুহূর্তে যে চরম সংকট জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার মধ্যে এরকম এক সিদ্ধান্ত মোদি সরকারের





সত্যিই প্রশংসনীয়। তাছাড়া মোদি সরকারের এরকম এক সিদ্ধান্তের ফলে এবার থেকে স্বরোজগেরেও ইউপিএফ ও সুবিধা পাবেন। তবে কবে থেকে এই সুবিধা চালু করা হবে তা এখনও জানানো হয়নি। সরকারের এরকম এক সিদ্ধান্তের ফলে দেশের অসংখ্য মানুষ উপকৃত হবেন এবং এক্ষেত্রে তারা বেশি উপকৃত হবেন যারা রয়েছেন স্বরোজগারে। এর ফলে প্রায় 90% মানুষ সামাজিক আর্থিক সুরক্ষা পাবেন। গতবারের





লোকসভার অধিবেশনে সামাজিক সুরক্ষা বিল পাস হওয়ার পরে এরকম এক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে মোদি সরকারের তরফ থেকে, প্রসঙ্গত এর আগে কেবলমাত্র চাকরিজীবীরা কিন্তু এই সুরক্ষা পেয়ে থাকতেন। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি এক্ষেত্রে EPFO স্কিমের দরুন 13% দিয়ে থাকে সংস্থা এবং 12% দিয়ে থাকে কর্মীরা এ ক্ষেত্রে এভাবে চলে এই নিয়ম।কিন্তু এবার থেকে স্বরোজগারেরাও এই অ্যাকাউন্ট খুলতে





পারবেন কিন্তু এক্ষেত্রে 20 শতাংশ সঞ্চয় নিজেদেরকে করতে হবে। করোনা মহামারী গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার জেরে দেশের জিডিপি তলানিতে এসেছে এবং বহু আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। এমন কী এই মহামারীর জেরে দেশের অনেক মানুষের কাজ চলে গিয়েছে





তার উপরে একাধিক জিনিসের উপর অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের উপর চাপ বাড়ছে, তাই এরকম এক পরিস্থিতিতে আর্থিক সুরক্ষায় অনেকটা নিশ্চিত হতে পারবেন সাধারণ মানুষেরা।









