এই ৩ জেলায় বাড়বে শীত, হতে পারে খানিক বৃষ্টি, জানালো আবহাওয়া দপ্তর! – নভেম্বর পেরিয়ে ডিসেম্বর ঢুকে গেল এবং পেরিয়ে গেল অনেকটা দিন। এখনো পর্যন্ত সঠিকভাবে ঠান্ডা অনুভব করতে পারলাম না । ঠিক কয়েকদিন আগেই এমনটা বক্তব্য ছিল প্রায় প্রতিটি





রাজ্যবাসীর। তবে সম্প্রতি পাল্টেছে তার ধরন । গাইছে অন্য সুর । এখন আর শীতের আমেজ পেলাম না এ কথা বলছে না কেউ। বরং বলছে এর আগে এত ঠান্ডা পরেনি । কিভাবে হল এটা। অতএব এটা বোঝা যাচ্ছে যে গত দু’দিন ধরে ঠা-ন্ডার প্র-কোপ অত্যধিক হারে বেড়ে





চলেছে রাজ্যের বুকে এবং আগামী কয়েকদিন যে বাড়বে এমনটাই আভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। গত দুদিন আগে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে উত্তরে হওয়ার জন্য রাজ্যের মধ্যে ঠা-ন্ডার প্র-কোপ বাড়বে । কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেন্টিগ্রেড





বা তার নিচে নেমে যেতে পারে ।তবে সময়ের আগেই ঘটে গেলো বি-প-ত্তি । গতকাল রাজ্যজুড়ে কলকাতা এবং দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে মূলত দুর্গাপুর আসানসোল ঘাটাল ইত্যাদিতে জেলাগুলিতে ব্যাপক পরিমাণে ঠান্ডা অনুভব করা গেছে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৮ ডিগ্রি





সেন্টিগ্রেড কাছাকাছি । এই অবস্থায় না-জে-হাল স্থানীয়রা। তবে কিছুটা হলেও স্বস্তি মিলেছে আজকে । আজকে কলকাতা তাপমাত্রা কিছুটা বৃদ্ধি ঘটেছে । কিন্তু বৃদ্ধি ঘটলেও শীতের হাত থেকে রেহাই নেই এখন রাজ্যবাসীর ।এমনটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর । টানা ২৫





ডিসেম্বর পর্যন্ত এই প্র-ভাব থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । শুধুমাত্র কলকাতাতে এর প্র-ভাব বিস্তার হবে তা কিন্তু নয় । তার পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের তিনটি জেলাতেও এর প্র-ভাব মি-লবে বলে জানা গেছে। কলকাতাসহ কোচবিহার বীরভূম এবং পূর্ব





পশ্চিম বর্ধমানের থাকবে এই শীতের তাপমাত্রা অনেক অংশে কমলেও রোদের দেখা মিলবে । কারণ আকাশ থাকবে ঝলমলে । আগামী কয়েকদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই ।এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । তবে শীতের আ-মেজ কা-টতে এখনো ঢে-র দে-রি ।কাজেই আগামী দিনে চা-দর ছে-ড়ে লে-পের ত-লায় ঢু-কতে হতে পারে রাজ্যবাসীকে।









