Home / বিনোদন / ”আমার বাবা পাক্কা শয়তান” – মহেশ ভাটের গোপন তথ্য ফাঁস করলো তার ছেলে
Image: google

”আমার বাবা পাক্কা শয়তান” – মহেশ ভাটের গোপন তথ্য ফাঁস করলো তার ছেলে

”আমার বাবা পাক্কা শয়তান” – মহেশ ভাটের গোপন তথ্য ফাঁস করলো তার ছেলে – বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মৃত্যুর পর থেকে একাধিকবার আঙ্গুল উঠেছে বলিউডের প্রখ্যাত পরিচালক মহেশ ভাটের দিকে। এমনকি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে সুশান্ত সিং

রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তীর সাথে ঘনিষ্ঠতার একাধিক ছবি প্রকাশিত হয়েছে মহেশ ভাটের। আর তারপরেই রিয়া চক্রবর্তী এবং মহেশ ভাটের সম্পর্ক নিয়ে একাধিক প্রশ্ন তোলা হয়, আর এবার নিজের বাবার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যে সরব হলেন মহেশ ভাটের একমাত্র পুত্র রাহুল ভাট। প্রসঙ্গত, বারবার প্রেমে পড়া এবং বিয়ে করার লিস্টে নাম রয়েছে মহেশ ভাটের। মহেশ ভাট দুটি বিয়ে করেছেন এবং দুই স্ত্রী’র

তরফে চার চারটি সন্তান রয়েছে প্রথম স্ত্রী কিরণ ভাটের সঙ্গে যার দুটি সন্তান এক ছেলে এক মেয়ে যাদের নাম রাহুল ভাট ও পূজা ভাট।অন্যদিকে দ্বিতীয় পক্ষের স্ত্রী সনি রাজদানের সঙ্গে রয়েছে দুই সন্তান, আলিয়া ভাট ও শাহিন ভাট। তবে এবার স্বয়ং মহেশ ভাটের প্রথম পক্ষের স্ত্রীর পুত্র সন্তান রাহুল ভাট বিস্ফোরক অভিযোগ তুললেন। যেখানে মহেশ ভাটের পুত্র রাহুল যিনি কিনা বিগবস 4 এর প্রতিযোগী হিসেবে

অংশগ্রহণ করেছিলেন তিনি এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে বললেন মহেশ ভাট কোন দিনই তাকে নিজের ছেলে হিসাবে দেখেনি, তার বাবা মহেশ ভাট একটি শয়তান। শুধু তাই নয় রাহুল এই কথা অভিযোগ তুলেছে যে মহেশ নাকি তার নাম রাখতে চেয়েছিল মহাম্মদ, যার দরুন তাকে এই নামেই ডাকতেন তিনি। অন্যদিকে এই নাম খুব একটা পছন্দ ছিল না রাহুল ভাটের মা কিরান ভাটের ও তাই

তিনিও এক্ষেত্রে বাধা দিতেন। এমনকি রাহুল একথাও অভিযোগ করেন যে মহেশ ভাট প্রমাণ করতে চাইছেন তিনি প্রকৃত মুসলমান।এমনকি মহেশ ভাট পরিচালিত কোন ছবিতে তাকে সই করা হয়নি যার দরুন তাকে অন্যদের কাছে এ বিষয়ে নানান কথাও শুনতে হয়েছিল আর এইভাবে বলিউডে পা রাখতে পারেননি রাহুলের। রাহুল এটাও অভিযোগ করেছে যে নিজের ছেলেকে ইন্ডাস্ট্রিতে কাজ দেয়নি তার বাবা।

প্রসঙ্গত, মহেশ ভাটের সাথে জাকির নায়েকের বেশ ঘনিষ্ঠতা রয়েছে বলে খবর পাওয়া যায়। বহুবার জাকির নায়েকের হয়ে সুর তুলেতে দেখা গেছে মহেশ ভাটকে।বিবাহিত জীবনেও মহেশ ভাটের বহু কান্ড কীর্তি রয়েছে। তাছাড়া কিরণ ভাটের সাথে তালাক না হওয়ায় মহেশ ভাট চিন্তায়

পড়ে গেছিলেন। এরপর মহেশ ভাটের বন্ধুরা তাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে পরামর্শ দেয়। এর কারণ ইসলাম ধর্ম গ্রহণ করে উনি বিনা বাধায় দুটি বিবি রাখতে পারেন। বন্ধুদের পরামর্শ মহেশ ভাটের খুব পছন্দ হয় এবং সেহেতু উনি ইসলাম কবুল করে নেন। মহেশ ভাট নিজের নাম রাখেন আশরাফ ভাট।

Check Also

৬ বছরের যমজ বোনের গানে ঝড় উঠেছে সো’শ্যাল মিডিয়ায়

৬ বছরের যমজ বোনের গানে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায় – দুজনেরই বয়স ৬ বছর, একজনের ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x
error: Content is protected !!