Tuesday , May 11 2021
Home / লাইফ-স্টাইল / আবারও বদলে যাচ্ছে গ্যাস সিলিন্ডার সংক্রান্ত ৪টি বড় নিয়ম, ফের চাপের মুখে পড়তে পারে সাধারণ মানুষ!

আবারও বদলে যাচ্ছে গ্যাস সিলিন্ডার সংক্রান্ত ৪টি বড় নিয়ম, ফের চাপের মুখে পড়তে পারে সাধারণ মানুষ!

আবারও বদলে যাচ্ছে গ্যাস সিলিন্ডার সংক্রান্ত ৪টি বড় নিয়ম, ফের চাপের মুখে পড়তে পারে সাধারণ মানুষ! – দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করতে সরকার বিভিন্ন সময়ে নিত্যনতুন সিদ্ধান্তে উপনীত হয়েছে। কখনও কখনও নতুন নিয়ম

কখনো আবার পুরনো নিয়মের হয়েছে সংশোধন। ঠিক সেরকমই সম্প্রতি বেশ কয়েকটি বড় নিয়ম পরিবর্তন করেছে কেন্দ্রীয় সরকার । যা না জানলে আপনি পড়তে পারেন চরম সংকটে ।রান্নার গ্যাসের পাশাপাশি ব্যাংক পেট্রলপাম্প এবং জ্বালানি গ্যাস সহ আরও একাধিক বিষয়ে নতুন

নতুন নিয়ম করেছে কেন্দ্রীয় সরকার । তবে এই মুহূর্তে আপনাদের সামনে বলতে চলেছি যে রান্নার গ্যাস সংক্রান্ত কি কি নিয়ম পাল্টেছে । যা না জানলে আপনি পড়বেন বিপদে তার পাশাপাশি আটকে যেতে পারে আপনার রান্নার গ্যাস সিলিন্ডার । ১)গ্যাস সিলিন্ডার বুকিং এর ক্ষেত্রে

সম্প্রতি ওটিপি ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এক গ্রাহকের বুকিং করা গ্যাস অন্য গ্রাহকের বাড়িতে চলে যাওয়া বা গ্যাস সিলিন্ডার সম্পর্কিত যাবতীয় জালিয়াতির সমাধানের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত জানানো হচ্ছে গ্যাস বুকিং এর পর আপনার মোবাইল

নাম্বারে ওটিপি আসবে । যেটি ডেলিভারি বয় দিলে তবেই মিলবে গ্যাস । ২)গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় মোবাইল নাম্বার বা যাবতীয় তথ্য প্রদান করতে হয় আমাদেরকে । কিন্তু এবারের নতুন নিয়ম অনুসারে জানানো হচ্ছে যে আপনার মোবাইল নাম্বার বা অন্য কোন যাবতীয় তথ্য

যদি ভুল থাকে তাহলে অতি শীঘ্র সেগুলি পরিবর্তন করেননি। কারণ এই নিয়ম লাগু হলে ভুল রেজিস্ট্রেশন নাম্বার বা ভুল তথ্য যুক্ত গ্রাহকদের রান্নার গ্যাস সিলিন্ডার বাতিল হয়ে যাবে । ৩)Indane গ্যাস বদলাল বুকিং নম্বর- আপনি ইন্ডেন গ্রাহক হলে আজ থেকে পুরনো নম্বরে গ্যাস

বুকিং হবে না ৷ ইন্ডেন তাদের এলপিজি গ্রাহকদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে গ্যাস বুকিং করার জন্য নতুন নম্বর পাঠানো হয়েছে ৷ নতুন নম্বরে গ্যাস রিফিলের জন্য সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে আগে আলাদা আলাদা আলাদা

সার্কেলের জন্য আলাদা নম্বর ছিল গ্যাস বুকিংয়ের জন্য ৷ এবার দেশের সবচেয়ে বড় পেট্রোলিয়াম সংস্থা গোটা দেশের সমস্ত সার্কেলের জন্য একটি নম্বর জারি করা হয়েছে ৷ অর্থাৎ এবার দেশের সমস্ত ইন্ডেন গ্রাহকরা গ্যাস বুকিংয়ের জন্য 7718955555 নম্বরে কল বা এসএমএস

পাঠাতে ৷ ৪) বদলাবে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম- দেশের সরকারি তেল সংস্থা প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি সিলিন্ডারের দাম বদল করে থাকে ৷ এদিন অবশ্য সিলিন্ডারের দামে কোনও বদল করা হয়নি ৷ অক্টোবর মাসে অয়েল সংস্থা কর্মাশিয়াল সিলিন্ডারের দাম বাড়িয়ে ছিল

About Moni Sen

Check Also

কোন ইলিশ পদ্মার আর কোনটির পেটে ডিম, জে’নে নিন

কোন ইলিশ পদ্মার আর কোনটির পেটে ডিম, জে’নে নিন

মাছের রাজা ইলিশ। শুধু নামেই নয়, কাজেও এর পরিচয় মেলে। বাংলাদেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x