Thursday , December 2 2021
Home / সংবাদ / আগামিকাল থেকে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা আবহাওয়া দফতরের

আগামিকাল থেকে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা আবহাওয়া দফতরের

আগামিকাল থেকে রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্কতা আবহাওয়া দফতরের- গত সপ্তাহ জুড়ে ঘূর্ণিঝড় ‘যশ’-এর প্রভাবে

দক্ষিণবঙ্গ জুড়ে দিনকয়েক ব্যপী বৃষ্টিপাত হয়। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভেজে। ঘূর্ণিঝড়ের জেরে নিম্নচাপের প্রভাব পড়ার আগে দক্ষিণবঙ্গ রৌদ্রের তাপে ছিল নাজেহাল। গরমের দাপট যত বাড়ছিল ততই যেনো অসহনীয় হয়ে উঠছিল পরিবেশ। এরই মধ্যে

‘যশ’ যেনো স্বস্তি এনে দেয়। যদিও ‘যশ’-এর ঝড়ের প্রভাব পড়েনি দক্ষিণবঙ্গে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয় বেশ কিছু জেলায়৷ এদিকে নিম্নচাপ কাটতে না কাটতে ফের দক্ষিণবঙ্গে প্রখর রোদের তাপ যেনো ফের অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে। এবার আলিপুর আবহাওয়া

দপ্তর সূত্রে জানা গিয়েছে, রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় চলতে পারে বৃষ্টি। রবিবার না হলেও সোমবার এই বৃষ্টি শুরু হতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা, বীরভূম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও

পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম সহ প্রভৃতি জেলায় বৃষ্টিপাত হতে পারে।বৃষ্টির সঙ্গে চলতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। রবিবার কিংবা সোমবার এই বৃষ্টি শুরু হলেও আগামী বৃহস্পতিবার এর রেষ থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ গরমের ভ্যাপসা অস্বস্তি থেকে রেহাই পেতে চলেছে বঙ্গবাসী।

Check Also

বিরল প্রজাতির ডোরাকাটা মাছ জেলের জালে!

বিরল প্রজাতির ডোরাকাটা মাছ জেলের জালে!

বাংলাদেশের কিশোরগঞ্জের কটিয়াদীর উপজেলার পাশে আড়িয়াল খাঁ নদীতে জেলের জালে কালো বর্ণের ডোরাকাটা এক বিরল ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *