অনলাইনে আধার সেবা কেন্দ্রের Appointment যেভাবে বুক করাবেন.. – কেন্দ্রীয় সরকারের তরফে আগে থেকেই আধার কার্ডের সঙ্গে অন্যান্য পরিষেবার লিঙ্ক করানোর কথা বললেও করোনার জেরে গত বছরে এই মেয়াদ বাড়ানো হয়েছিল। জানানো হয়েছিল ২০২১ এর মধ্যে করতে হবে










এই কাজ। টার সঙ্গে জানানো হয়েছিল আধার কার্ডের এবার থেকে যে কোন আপডেট খুব সহজেই করা যাবে। টার জন্য সুবিধা আনা হয়েছিল uidai এর তরফে। তবে এবারে আধার সেবা কেন্দ্রের সঙ্গে অনলাইনে appoinment করার জন্য সুবিধা আনা হল uidai এর তরফে। যদিও





ইতিমধ্যে uidai এর তরফে আনা হয়েছে একাধিক আপডেট। যার ফলে বাড়ি থেকেই এবারে গ্রাহকেরা নিজেদের নাম থেকে শুরু করে জন্ম তারিখ সব কিছু আপডেট করতে পারবেন। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু আপডেট যেমন বায়োমেট্রিক বা পরিবারের প্রধানের নামের পরিবর্তন করতে





চাইলে গ্রাহকদের যেতেই হবে আধার সেবা কেন্দ্রে। কিন্তু সেখানে যাতে সামাজিক দুরত্ব মেনে সব কাজ করা হয় সেই বিষয়টি নজরে রাখার জন্য এই সুবিধা আনা হয়েছে। এর ফলে বজায় থাকবে নিরাপত্তা। অর্থাৎ জটিল সময়ে সাধারণের নিরাপত্তার কথা মাথাতে রেখে আনা হয়েছে





এই সুবিধা।এই কাজের জন্য গ্রাহকদের প্রথমেই uidai এর ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে নিজের শহরের নাম এবং লোকেশন দিতে হবে গ্রাহকদের। তারপরে বুক করতে হবে appoinment। এছাড়া গ্রাহকদের নিজেদের মোবাইল নম্বর দিতে হবে। তার সঙ্গে ক্যাপচা কোড দিতে





হবে। এছাড়া ফোনে আসা otp দিতে হবে। তারপরে গ্রাহকদের নিজেদের আধারের তথ্য দিতে হবে। কোন সময়ে appoinment চান তা দিতে হবে। এর ফলে সহজেই appoinment বুক করতে পারবেন সাধারণ মানুষেরা।









